২৪টি কোরিয়ান মুভি,যা আপনাকে কাঁদাবে- পর্ব১

Category: Drama-Romantic
কখনো মুভি দেখে এমন যে, মুভি শেষে আপনি খেয়াল করলেন আপনার চোখ বেয়ে গালে পানি চলে আসেছে অথচ আপন টেরই পাননি বা আপনি কন্না করতে চাচ্ছেন না কিন্তু বুকের ভিতর থেকে জোড় করে কান্না আসছে? অথবা বুকের ভিতরে শূন্যতা বা হাহাকার অনুভব করেছেন? এই রকম কিছু আপনার আগে হোক বা না হোক নীচের মুভি গুলু দেখুন এর চেয়ে খারাপ আবস্তা আপনার হবে।

1.Ditto (2000)*** Imdb:7.2
একই স্কুলে পড়া দুই ছাত্রের মধ্যে রহস্যময় এক amateur radio মাধ্যমে যোগাযোগ হয় কিন্তু তাদের মধ্যে ব্যাবধান সময়ের ।একজন ১৯৭৯ সালে অন্যজন ২০০০ সালের।

2.Once in a Summer (2006)** Imdb:7.3
এক সহকারী প্রযোজেকে পাঠানো হয় বিখ্যাত প্রফেসর Yun Suk-Young এর কাছে।তাকে তাদের অনুষ্ঠানে আনার জন্য রাজি করাতে ।গল্পটি ঐ প্রফেসারের জিবনে ঘটে যওয়া ১৯৬৯ সালে কোরিয়ায় বিশৃঙ্খলার সময়ের।

3.Christmas in August 1998*** Imdb: 7.7
Jung-won একজন portrait photographer একদিন তার studio তে আসে Da-rim ,একজন parking agent । এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ভালবাসায় রূপ নেয় কিন্তু কেউ কাউকে বলে না। একদিন Da-rim এসে দেখে studio বন্ধ। এরপর থেকে সে প্রতিদিনিই আসে কিন্তু studio বন্ধ পায়

4.Il Mare (2000)** Imdb: 7.7
২০০০ সালে Eun-joo বাড়ি ছেড়ে যাওয়ার সময় mailbox এ একটি Christmas card রেখে যায় ।যেটা একই বাড়িতে আসা Sung-hyun পায় ১৯৯৮ সালে।এরপর থেকে তাদের মধ্যে mailbox এর মাধ্যমে যোগাযোগ হতে তাকে কিন্তু সময় ২ বছর আগ -পিছ ,একজন অতীতে অন্যজন ভবিৎষতে।

5.Do You See Seoul 2008*** Imdb: 6.4
১৯৭৬ সালে কোরিয়ার একটি প্রত্যন্ত দ্বিপের এক স্কুল শিক্ষীকা তার ছাত্রদের ফিল্ড ওয়ারকের জন্য সিউলের এক কারখানায় নিয়ে যেতে চায় ।প্রথমে parents রা রাজি হয়না কিন্তু Eun-young এক সময় সাবাইকে রাজি করায় এবং সিউল নিয়ে যায়। সেখানে গিয়ে তিনজন ছাত্র হারিয়ে যায় ।যার মধ্যে দুজন ভাই বোন।

6.Failan (2001)*** Imdb: 7.7
Kangjae একজন সন্ত্রাসী। Failan বাবা-মার মৃত্যুর পর দক্ষিণ কোরিয়ায় আসে । কোরিয়াতে থাকার জন্য সে টাকার বিনিময়ে Kangjae কে মিথ্যে বিয়ে করে।কিন্তু কেউ কাউকে দেখেনি।

7.Maundy Thursday (2006)*** Imdb:7.6
আত্মঘাতী প্রবন Yu-jeong দেখা করতে শুরু করে মৃত্যু দন্ড প্রাপ্ত Yun-soo কে।যার মৃত্যু দন্ড কার্যকর হবে বৃহস্পতিবার।

8.Daddy long legs 2005** Imdb: 6.5
বাবা-মার মৃত্যুর পর Young-mi কে রহস্য একজন লোক সবসময় বিভিন্ন ভাবে সাহায্য করে কিন্তু Young-mi জানেনা কে সেই লোক।

9.The way home*** Imdb: 7.8
কাজের খুজে যাওয়া এক মা তার ৭ বৎসরের ছেলেকে তার বৃদ্ধ দাদির কাছে কোরিয়ার পাহাড়ি এলাকায় রেখে আসে।শহরে বড় হওয়া ছেলেটি কোন ভাবেই দাদির কাছে পাহাড়ি এলাকায় থাকতে ভাল লাগেনা।

10. Sad Movie 2005** Imdb: 7.4
কিছু দম্পতির সম্পর্কের টানাপোড়েনের গল্প।

11.Lovers concerto 2002** : Imdb: 7.3
এক যুবকের সাথে দুই তরুনীর ত্রিভুজ ভালবাসার গল্প।

12.Always 2011:** Imdb: 7.8
এক অন্ধ মেয়ে এবং একজন সাবেক বক্সারের ভালবাসার গল্প।

13.Hearty Paws 2007*** Imdb: 7.3
পিতা হীন এক ভাই তার ৬ বছরের ছোট বোনকে একটি কুকুর উপহার দেয়।একদিন বরাফে খেলতে গিয়ে ছোট বোনটি পানিতে পড়ে মারা যায়।ছেলেটি কুকুরটিকে ফেলে রেখে বোসান শহরে চলে যায় তার মাকে খুজতে।কুকুরটিও তার পিছু নিয়ে শহরে যায়।

14.Windstruck (2004)** imdb:7.3
Kyungjin এক জন পুলিশ অফিসার যে ভুল করে Myungwoo একজন শিক্ষকে গ্রেফতার করে।পরে বুঝতে পারে এটা তার ভুল ছিল।আস্তে আস্তে তাদের মধ্যে ভালবাসা তৈারি হয়।

15.More Than Blue (2009)** imdb: 7.6

16.…ing 2003 imdb**:7.4

17.My Girl and I (2005)** imdb: 7.2

18.Wedding Dress (2010)***imdb:7.7

19.A Werewolf Boy (2012)***imdb:7.7

নীচের গুলুতো সেরা কান্নার মুভি এবং খুব কমন,প্রায় সকলেরই দেখা :

20.Miracle in Cell No. 7 (2013)*** Imdb:8.2

21.A Moment to Remember (2004)*** Imdb:8.2

22.Daisy 2006*** Imdb: 7.6

23.The classic 2003*** Imdb: 7.9

24. A Millionaire's First Love 2006*** Imdb: 7.4

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।