সেরা ৫টি কোরিয়ান ড্রামা,পর্ব-১

বর্তমানে দক্ষিণ কোরিয়ান মুভি সারাবিশ্বের মুভি প্রেমিদের কাছে তুমুল জনপ্রিয়। কোরিয়ান বৈচিত্র্যময় এবং নান্দনিক মুভির ছাপ কোরিয়ার ড্রামা যা কে-ড্রামা হিসেবে পরিচিত সেখানেও দেখা যায়। এইজন্য মুভির পাশাপাশি কে ড্রামাও সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। হালের জেনারেশনের মধ্যে এমন একজনও তরুণ তরুনী পাওয়া যাবে না যে কিনা কোরিয়ান ড্রামা সম্পর্কে জানে না কিংবা নাম ই শুনেনি কখনও।আজকে আপনাদের পরিচয় করিয়ে দিবো সেরা ৫ টি কে ড্রামার সাথে,যে ড্রামাগুলো আপনার অবশ্যই দেখা উচিত।


সূচীপত্র (toc)


1.Mr. Sunshine (2018)

 এই গল্পটা কোরিয়ার জোসন রাজবংশের।কোরিয়ার স্বাধীনতার জন্য লড়াইকারী, যারা ইতিহাসে ছদ্মবেশী হয়ে ছিল, সেই কর্মীদের অবাক করা দক্ষতা আর শান্তভাবে উপস্থাপিত একটি আবেগী গল্প এটি। যেখানে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে শিনমিয়াংয়ের সময় যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়।পরবর্তীতে তিনি একজন আমেরিকান সামরিক কর্মকর্তা হয়ে উঠেন। স্বদেশে ফিরে এসে তিনি এক অভিজাত কন্যার প্রেমে পড়েন, যখন কিনা সব বিদেশী নাগরিকদের দ্বারা কোরিয়ায় উপনিবেশ স্থাপনের কুপ্রবৃত্তি প্রকাশ হচ্ছিল। আমার দেখা আরেকটা সেরা ড্রামা হচ্ছে এটি। এর গানগুলো,ও এর এক একটা কথোপকথন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। এই ড্রামাটি ভালো লাগার আরও একটা বড় কারণ হলো এটা স্বচ্ছ ভালোবাসা, দায়িত্ব এবং বিশ্বাসের গল্প।


2.Crash Landing on You (2019)

২০১৯-এর সেরা নাটকীয় প্রেমের এই গল্পটি মুলত দক্ষিণ আর উত্তর কোরিয়ার প্রেক্ষাপটে নির্মিত।যেখানে দেখা যায় গল্পের নায়িকা প্যারাগ্লাইডিংয়ের সময় দুর্ঘটনাক্রমে উত্তর কোরিয়ায় গিয়ে আটকা পড়েন। সৌভাগ্যক্রমে, উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তার সাথে সাক্ষাত হয় তাঁর। যিনি তাকে রক্ষা করেন। ভয়াবহ রাজনৈতিক কলহ সত্ত্বেও ধীরেধীরে তাঁরা মধুর সম্পর্কে জড়িয়ে যায়।আমার মতে সত্যিকারের রোমিও এবং জুলিয়েটের গল্প এটা; যেখানে শেষঅব্ধি তাঁরা সুখে-শান্তিতে বসবাস করতে পারে। দেখার সময় আনমনেই আপনি হাসবেন, কাঁদবেন; তবে ভালো লাগবে অবশ্যই।


3.Healer (2014)

 এটা এক নাইট কুরিয়ার আর এক উঠতি সাংবাদিকের গল্প। যেখানে জং হু এক বিশেষ ধরণের নাইট কুরিয়ার, যাকে তার ক্লায়েন্টরা ‘হিলার’ নামে চেনে। টাকার বিনিময়ে বিভিন্ন ক্লায়েন্টদের কাজ করে দিতে গিয়ে তাঁর দেখা হয় ইয়ং শিনের, যিনি কিনা  একজন সফল সাংবাদিক হতে লড়ে যাচ্ছেন। একইসাথে সফল প্রতিবেদক মুনো জড়িয়ে পড়েন এই হিলারের সাথে। এই দুই সাংবাদিকের সাথে হিলারের নিজের ভাগ করা অতীতের রহস্য উদঘাটনের গল্প এটা।

হিলার মূলত দেখতে শুরু করি জি চাং উকের জন্য।এই ড্রামার একশন, গান, আবেগের প্রতিফলন সবই ছিল হৃদয়ছোঁয়া।


4.Descendants of the Sun (2016)

দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সের এক সৈনিক, এবং একজন সার্জনের গল্প এটা। পেশাগত কারণে যাদের সম্পর্কটিকে অনেক চরাই-উতরাই পেরোতে থাকে। এই নাটকটি আপনাকে দেখাবে কীভাবে বিভিন্ন প্রতিকুলতায় তারা দুজনে একসাথে কাজ করে এবং সফলভাবে কাটিয়ে আসে সব প্রতিবন্ধকতা।এটি একটি কৌতুক, রোম্যান্স, অ্যাকশন এবং প্রচুর সংবেদনশীলতার একটি সম্পূর্ণ প্যাকেজ।অনেকগুলো সেরা মুহূর্তের মাঝে নায়িকা যখন নায়কের মারা যাওয়ার খবর পায় কিংবা চিঠি নিয়ে কাঁদতে থাকে ঐ জায়গায় আমি বারবার কান্না করে ফেলি।এ যাবত এতো ভালো লাগার মত আর কোন ড্রামা আমি পাইনি।


5.Flower of Evil(2020)

 এটি মূলত থ্রিলারধর্মী ড্রামা,  যদিও পাশাপাশি ভালোবাসার গল্পটাও ছিল আকর্ষণীয়। এখানে একজন নিখুঁত স্বামী এবং পিতার গল্প দেখা যায়। গোয়েন্দা স্ত্রী ‌‌‌‌এব  পুতুলের মতো একটি বাচ্চা নিয়ে তাদের সংসার। ধীরেধীরে যেখানে একের পর এক টুইস্ট আসতে থাকে, উন্মুক্ত হতে থাকে ছেলেটির সিক্রেটস। 

আসলেই, ভালোবাসা আর বিশ্বাস জিনিসগুলো জীবনে অনেক গুরুত্ব বহন করে।নায়কের প্রতি খানিকটা ভালো লাগা থাকায় এটা শুরু করি এবং আমার সময় এক বিন্দুও নষ্ট হয়নি। বরং আবারো লোকটার অভিনয়ের ভক্ত হয়ে গেছি এই ড্রামাটি দেখে।

লেখাটি ভিডিও চিত্র পাবেন ইউটিউবে:সেরা ৫টি কোরিয়ান ড্রামা,পর্ব-১



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.