Nobody, ২০২১ সালের সেরা এ্যাকশন মুভি

 Nobody, ২০২১ সালে মুক্তি পাওয়া হলিউডের এই টানটান এ্যাকশন মুভিটি দেখতে বসলে আপনি জন উইকের ফ্লেভার পাবেন। এর কারণটা হচ্ছে এই মুভির স্ক্রিপ্ট লিখেছেন জন উইক মুভির স্ক্রিপ্ট রাইটার। মুভির গল্পটা হচ্ছে হ্যাচ ম্যানসেল নামক এক সাবেক সিক্রেট এজেন্টকে নিয়ে। তবে পূর্বের সবকিছু ছেড়ে দিয়ে বর্তমানে তিনি একজন আপাদমস্তক ফ্যামিলি ম্যান। 

স্ত্রী, একছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবার এবং তাদের নিয়ে হ্যাচের জীবন খুব ভালো ভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু বিপত্তি ঘটে তার বাড়িতে একরাতে ডাকতি হবার পর। যেহেতু সে এখন খুব সাধারণ জীবন যাপন করে তাই ডাকাতদের ধরার সুযোগ সত্যেও সে তাদের ছেড়ে দেয়। তবে পরে হ্যাচ জানতে পারে ডাকাতরা তার মেয়ের ব্রেসলেট নিয়ে গেছে। 


এরপর সে ব্রেসটেল খুঁজতে যায়, এবং খুঁজতে গিয়ে সে খুব বড় ঝামেলায় জড়িয়ে যায়। সে একরাতে ব্রেসলেট খুঁজে বাসে করে বাসায় ফিরছিলো,সেই বাসে একজন টিনেজ মেয়েও ছিল। হঠাৎ সেই বাসে কিছু মাতাল ছেলে উঠে পড়ে এবং মেয়েটিকে আক্রমণ করতে যায়।হ্যাচ তার অতিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাতালগুলোকে বেধরক পিটিয়ে মেয়েটিকে উদ্ধার করে।

ঘটনা এখানেই শেষ হলে পারতো, কিন্তু শেষ না হয়ে আরো বড় ঝামেলা তৈরি হয়ে যায়,হ্যাচ যাদের পিটিয়েছিল তাদের মধ্যে একজন ছিলো রাশিয়ান এক কুখ্যাত ড্রাগ মাফিয়ার ভাই। সেই মাফিয়া এবার উঠে পড়ে লাগে হ্যাচের আইডেন্টি খুজে বের করে তার ভাইয়ের প্রতিশোধ নিতে।

এই ছিল মুভির প্রাথমিক গল্প। গল্পটা খুব ইউনিক না হলেও একটি দুর্দান্ত, টানটান উত্তেজনার এ্যাকশন মুভি হিসেবে মুভিটি আমার কাছে ভালো লেগেছে।মুভি শুরুর ১০-১৫ মিনিট পর আপনি যখন গল্পে প্রবেশ করবেন তখন কিভাবে ৯০ মিনিট চলে যাবে আপনি টেরই পাবেন না,এর স্কিন প্লে এতোটাই ফাস্ট ছিল।

মুভিটির মুল অভিনেতা বব ডেনকিককে গিরেই মুলত মুভির গল্প এগিয়ে গেছে, এখানে সাপোর্টিং ক্যারেকটারদের তেমন গুরুত্ব দেয়া হয়নি।

বব ডেনকিকের অভিনয় এবং তার এ্যাকশন গুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে।এই বয়সে এসেও এতো চমৎকার এ্যাকশন তিনি করছেন দেখে অবাক হয়েছি।

মুভির এ্যাকশন দৃশ্যগুলো আমার কাছে খুবই রিয়েলিস্টিক মনে হয়েছে।এ্যাকশন দৃশ্যের সাথে বিজিএম ছিল সংগতিপূর্ণ।তবে কয়েক জায়গায় এ্যাকশনের সময় শুধু মিউজিক ব্যাবহার করা হয়েছে, এটা আমার কাছে ভালো লাগেনি।

১৬ মিলিয়ন বাজেটের  এই মুভিটি আয় করেছে ৬১ মিলিয়ন মার্কিন ডলার।

এক লাখ ভোটে এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে ৭.৪

সব মিলিয়ে নো বডি একটি টানটান উত্তেজনা এ্যাকশন মুভি। আপনি যদি একজন এ্যকশন মুভি প্রেমি হয়ে থাকেন, তাহলে আর দেরি না করে মুভিটি দেখা শুরু করে দিতে পারেন।এই মুভির বাংলা সাবটাইটেলো আছে, সুতরাং চাইলে বাংলা সাবটাইটেল দিয়েও দেখতে পারেন।

লেখাটি ভিডিও চিত্র পাবেন ইউটিউবে : Nobody- Best Action Movie in 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.