বিশ্ব কাঁপানো ৮টি ইসলামিক টিভি সিরিজ

বর্তমানে সিনেমার পাশাপাশি টিভি সিরিজ খুবই জনপ্রিয় একটি বিনোদনের মাধ্যম। টিভি সিরিজের কথা বললে প্রথমেই আসে ইংরেজি টিভি সিরিজের নাম,যা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়।তবে ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা,যেমন তুর্কি, কোরিয়ান, ইরানি পাকিস্তানি, ভারতীয় টিভি সিরিজ গুলো আমাদের উপমহাদেশে তুমুল জনপ্রিয়।এর মধ্যে তুর্কি ও ইরানের তৈরি কিছু টিভি সিরিজ মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয়।এমন ৮ টি সারা জাগানো ইসলামী টিভি সিরিজ নিয়েই আমাদের আজকের পর্ব।

সূচীপত্র (toc)


৮.আসহাবে কাহাফ: The Men of Angelos

আসহাবে কাহফ হল ১৯৯৭ সালের একটি ইরানি টিভি ধারাবাহিক। যা পরিচালনা করেছেন ফারাজুল্লাহ সালাহশুর। পবিত্র আল কুরআনের আসহাবে কাহাফ নামের সত্য কাহিনি অবলম্বনে এই সিরিজটি নির্মিত হয়েছে।বাংলাদেশের এসএ টিভি ২০১৭ এর এপ্রিল হতে সিরিজটি বাংলায় সম্প্রচার করা শুরু করে।

দ্যা মেন অব এনজেলুস ফার্সি ভাষার একটি অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ যা ১৯৯৭ সালে ইরানে মুক্তি পায়। ২৫০ সালের দিকে তৎকালিন রোমান সম্রাট ঈসা নবীর উপর ইমান আনা এবং তার ধর্ম প্রচারের শাস্তি হিসেবে কয়েকজনকে শাস্তির মুখোমুখি করানোর চেষ্টা করেন,যাদেরকে শাস্তি দেয়া হবে তারা মোট সাত জন একটি কুকুর সহ পালিয়ে যায়, এরপর তারা এফিসাসের গুহায় আশ্রয় নেয় এবং সেখানে তারা ঘুমিয়ে যায়। ৩০৯ বছর পর মহান আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙ্গে এবং তারা পুনরায় ফিরে আসে।

আসহাবে কাহফের ঘটনার সূচনায়ই কোরআনের এই আয়াতে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে তোমরা কি মনে করেছ এটাই পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঘটনা? অর্থাৎ এটাই পৃথিবীর সর্বাধিক বিস্ময়কর ঘটনা নয়


৭.মুখতার নামেহ:Mukhtar Nama

ইরানের তৈরি এই টিভি সিরিজটি একটি ঐতিহাসিক কাহিনীর উপর নির্ভর করে নির্মিত। কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসেন রা: এর শাহাদাত বরণ এবং তার পরবর্তী সময়ে কুফার রাজনৈতিক অবস্থা ও আমির মুখতার কর্তৃক ইমাম হোসেন হত্যার প্রতিশোধ গ্রহণের কাহিনী এই সিরিজে দেখানো হয়েছে।এই টিভি সিরিজটির মোট পর্ব সংখ্যা ৪০টি এবং প্রতিটি পর্বের রান টাইম হচ্ছে ৬০ মিনিট করে। কারবালা প্রান্তরে ইমাম হোসেন শহীদ হওয়ার পর মুখতার সাকাফি সেই হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য যে রাজনৈতিক কলাকৌশল গ্রহণ করেছিল এবং পরিশেষে ইয়াজিদ ও সীমারকে হত্যা করে ইমাম হত্যার যে প্রতিশোধ নিয়েছিল সেটা এই সিরিজে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।বাংলাদেশের এস এ টিভি ২০১৮ সালে কারবালা কাহিনী নামে এই টিভি সিরিজটি বাংলায় ডাবিং করে প্রচার করে। 


৬.ইউসুফ জুলেখা:Yousuf Zulekha

ইউসুফ আ: বা জোসেফ, দ্যা প্রফেট হল ফারজুল্লাহ সালানশুর পরিচালিত ২০০৮ সালের একটি ইরানি টিভি সিরিয়াল, যেখানে নবী ইউসুফ(আঃ)-এর ঘটনা কুরআন এবং ইসলামী বর্ণনা অনুযায়ী ফুটিয়ে তোলা হয়েছে।বাংলাদেশের টিভি চ্যানেল এসএ টিভি ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিংয়ের মাধ্যমে ২০১৬ সাল থেকে ইউসুফ জুলেখা নামে সম্প্রচার করে আসছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই দুই চরিত্র নিয়ে নির্মিত ধারাবাহিকটি বাংলাদেশ ছাড়াও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে।


৫.The Last Emperor: Abdul Hamid II

এটি একটি তুর্কি টিভি সিরিজ।এই সিরিজটি অটোম্যান সাম্রাজ্যের ৩৪ তম এবং শেষ স্বাধীন সুলতান সুলতান আবদুল হামিদের শাসন আমলের উপর নির্মিত । আবদুল হামিদ ৩১ ডিসেম্বর ১৮৭৬ থেকে ২৭ এপ্রিল ১৯০৯ পর্যন্ত অটোম্যান সাম্রাজ্যের সুলতান ছিলেন। তিনি অত্যান্ত বিচক্ষণ, বুদ্ধিমান, ধার্মিক এবং প্রচন্ড ব্যাক্তিত্ববান একজন শাসক ছিলেন।আর এইজন্যই তার বিরোধী ছিল অনেক।সিরিজে দেখা যায় তাকে খমতা থেকে সড়াতে ইহুদী, ইউরোপীয়রা,নব্য তুর্কি এমন কি তার নিজের পরিবারের সদস্যরাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।

এমন চক্রান্ত তিনি এবং তার অল্প কয়েকজন সহযোগী মিলে প্রতিরোধ করার চেষ্টা করেন।৫ সিজনে এই সিরিজের মোট পর্ব ১৫৪,আর প্রতি পর্বের রান টাইম প্রায় ১৫০ মিনিট করে।


৪.উমর:Omar

একত্রিশ পর্বের এই সিরিজটি ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক-এর জীবনের আঠারো বছর থেকে শুরু করে মৃত্যুকালীন সময়ের ঘটনাবলির উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এই ধারাবাহিকটি ইসলামিক ব্যক্তিত্ব ইউসূফ আল-কারযাভি ও সালমান আল আওদাহ-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে, পাশাপাশি পুরো আরব ও ইসলামিক বিশ্বজুড়ে এটি ব্যাপক বিতর্ক এবং আলোচনা-সমালচনার জন্ম দেয়। মরোক্কোতেই সিরিজটি্র সকল দৃশ্যের শ্যুটিং হয় এবং মারাক্কেশ, তাঞ্জিয়ার, এল জাদিদা, কাসাব্লাংকা এবং মহাম্মাদিয়ায় এর প্রধান দৃশ্যগুলো ধারণ করা হয়।

 ২০১২ সালের ২০শে জুলাই থেকে অর্থাৎ রমজানের ত্রিশদিন ব্যাপী মধ্যপ্রাচ্যের দেশসমূহে এবং একইসঙ্গে তুরস্কের এটিভি ও ইন্দোনেশিয়ার এমএনসিটিভিতে এই সিরিজে প্রচারিত হয়। এছাড়াও ইউটিউবে এর পর্বগুলো টেলিভিশনে প্রচারের পরপরই ইংরেজি সাবটাইটেল সহ প্রকাশ করা হয়। বলা হয়ে থাকে যে, ২০ কোটি সৌদি রিয়াল ব্যয়ে নির্মিত এ টিভি ধারাবাহিকটি হল এখন পর্যন্ত নির্মিত আরবি ভাষার সবচেয়ে ব্যয়বহুল টিভি ধারাবাহিক ও আরব বিশ্বে এযাবতকালে নির্মিত সবচেয়ে বড় মাপের টিভি নাট্যকর্ম।


৩. The Great Seljuks: Guardians of Justice

দ্যা গ্রেট সেলজুক গার্ডিয়ানস অব জাস্টিস  ইসলামিক টিভি সিরিজের মধ্য জনপ্রিয়তায় এটি অন্যতম একটি । টিভি সিরিজের পরিচালক সিদাত ইনচি এবং লেখক সরদার ওজোনালান মাত্র ১ সৃজনায় এই টিভি সিরিজটির পর্বের সংখ্যা ৩৪ টিc প্রতিটি পর্বের স্থায়িত্ব ১৫০ মিনিট ।তুরষ্কের তৈরি এই টিভি সিরিজটিতে সেলজুক বংশে বীরত্ব এবং শাসন ব্যাবস্থা বর্ণনা করা হয়েছে।

এই টিভি সিরিজে সেলজুক সুলতান মালিক শাহ এবং তার পুত্র আহম্মেদ সানজারের বীরত্বের কথা দাখানো হয়েছ।এখানে দেখানো হয়েছে সেলজুকদের উত্থান,সম্রাজ্য বিস্তার,যুদ্ধ,শাসন ব্যবস্থা এবং তাদের রাজত্ব। জনপ্রিয় এই টিভি সিরিজটি ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে তাদের ভাষায় ডাবিং করে প্রদর্শিত হয়েছে।


২.কুরুলুস উসমান Kuruluş: Osman

তুরস্কের এই টিভি এই সিরিজটি মুলত দিরিলিস আর্তুগ্রুল এর পরবর্তী ধাপ। এই সিরিজটি নির্মিত হয়েছে উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রথম উসমানের জীবনের উপর ভিত্তি করে। এই সিরিজটি বর্তমানে চলমান। তুরষ্কের টেলিভিশন চ্যানেল এটিভিতে এটি সম্প্রচারিত হয়।

এখানে ওসমানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংগ্রাম এবং তিনি কীভাবে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ করেন তা দেখানো রয়েছে। এই সিরিজে বাইজান্টিয়াম এবং মঙ্গোলদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং কীভাবে তিনি বাইজেন্টাইন এবং মঙ্গোল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন,সেটা তুলে ধরা হয়েছে।


১.দিরিলিস আর্তুগ্রুল:Diriliş: Ertuğrul

 বর্তমান সময়ের সব থেকে বেশি জনপ্রিয় ইসলামিক টিভি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল। তুরস্কের টিভি সিরিজেরগুলোর  মধ্যে সারা বিশ্বে দিরিলিস আরতুগ্ল সবচেয় সবচেয়ে জনপ্রিয়। সারাবিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় এই টিভি সিরিজটি ডাবিঙ করে প্রচারিত হয়।কোন কোন দেশে মুসলমানদের ইতিহাস জনসাধারণকে জানানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় এই টিভি সিরিজ প্রচারিত হয়েছে।

আরতুগ্রুল একটি তুর্কি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টিভি সিরিজ।এই সিরিজের মোট ৫টি সিজন রয়েছে,যার মোট পর্ব সংখ্যা ১৫০, আর প্রতিটি পর্বের রানটাইম প্রায় ২ ঘন্টা করে। 

ওঘুজ তুর্কিদের ইতিহাসের উপর ভিত্তি করে এই সিরিজ নির্মিত হয়েছে, যেখানে ১৩ শতাব্দীর মধ্যভাগে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আরতুগ্রুল গাজীর জীবনকে তুলে ধরা হয়েছে।

মঙ্গোলীয়দের আক্রমণ ও নির্যাতন কারণে তুর্কি গোত্রগুলো মধ্যএশিয়া ছেড়ে পালিয়ে যায়। ওঘুজ তুর্কিদের মধ্যে কায়ি গোত্র চারশোটি বিশাল বেদুঈন তাবু গেড়ে আনাতলিয়ায় আশ্রয় নেয়। কিন্তু দুর্ভিক্ষের কারণে তাদেরকে এক কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়। এসকল বেদুঈনরা নতুন জীবন শুরু করার জন্য নিরাপদ এলাকা খুঁজতে থাকে। এই কায়ি গোত্রের প্রধান ছিলেন সুলায়মান শাহ, আর তার তিন পুত্রের মধ্যে একজন হলো এই আরতুগ্রুল। যে ছিল তার পিতার সবচেয়ে আস্থাভাজন একজন বীরযুদ্ধা।

এই আরতুগ্রুলকে নিয়েই ঐতিহাসিক এই সিরিজের গল্প।তার তৈরি করে দেয়া পথে হেঁটেই পরবর্তীতে ১২৯৯ সালে তার ছেলে প্রথম উসমান "উসমানীয় সাম্রাজ্য" প্রতিষ্ঠা করেন।

এখন পর্যন্ত মোট ২২টি দেশের টিভি চ্যানেলে বিভিন্ন ভাষায় সিরিজটি প্রচারিত হয়েছে এবং এখনও কিছু দেশে প্রচার হচ্ছে। মাছরাঙ্গা টিভিতে ২ এপ্রিল ২০১৭ থেকে "দিরিলিস আরতুগ্রুল" নামে এর সম্প্রচার শুরু হয়।


ভিডিও লিংক Top 8 Most Popular Islamic TV Series  Top 8 Most Popular Islamic TV Series

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.