ব্রাজিলের বিখ্যাত ৫টি মুভি

ব্রাজিলের নাম শুনলে আমাদের চোখে যেটা প্রথমে ভেসে উঠে সেটা হচ্ছে ফুটবল। ফুটবলে ব্রাজিল বিশ্ব সেরা, একজন আর্জেন্টাইন ফুটবল ভক্ত হয়েও এই কথাটা স্বীকার করতে আমার কোন আপত্তি নেই। ফুটবলের জন্য বিখ্যাত এই দেশটির সিনেমাও সারাবিশ্বের সিনেমা প্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়, বিশেষ ব্রাজিলের একশন থ্রিলার সিনেমা দেখলে আপনি অবাক হয়ে যাবেন।

সূচীপত্র (toc)

আপনি যদি ব্রাজিলের কোন সিনেমা এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য, আজকে আপনাদের জানাবো বিখ্যাত পাঁচটি ব্রাজিলিয়ান সিনেমা, আপনি যদি একজন সিনেমা প্রেমী হয়ে থাকেন, তাহলে এই পাঁচটি সিনেমা আপনার অবশ্যই দেখা উচিত।

1. City of God

Imdb:8.6

ব্রাজেলিয়ান সিনেমার কথা আসলে সর্ব প্রথম যে সিনেমার নাম আসবে সেটা হচ্ছে সিটি অফ গড.থ্রিলার জনরার city of god সিনেমাটি একটি উপন্যাস অবলম্বনে নির্মিত।

মুভির শুরুতে দেখা যায় রকেট নামের এক ছেলে নিজের গ্রাম ও নিজের জীবনের কিছু ফেলা আসা স্মৃতি সাবার সামনে তুলে বলছে।সে এখন ফটোগ্রাফার, যেখানে তার সমবয়সী অন্য বন্ধুরা সবাই অস্ত্র নিয়ে খেলায় মেতে থাকতো, সেখানে সে ছিল সম্পূর্ণ ব্যাতিক্রম।মুভিতে দেখা যায় Rio de Janerio এর এক বস্তিতে আগুন লাগার কারনে সেখানে বসবাসরত মানুষকে সরকার অন্য এক স্থানে বাসস্থানের সুযোগ করে দেয়।

জায়গা একটু বিছিন্ন হওয়াতে সরকার এই অংশকে গুরুত্ব কম দেয় এবং এখানে আইনের প্রয়োগ নেই বললেই চলে। যার ফলে চুরি, ডাকাতি,গ্যাং-ওয়ার এইসব খুব সাধারণ বিষয় হয়ে যায়।

ওইখানে একটি গ্যাঙ গড়ে উঠে, 'টেন্ডার ট্রায়ো' যাদের ৩ জন মেম্বার শ্যাগি, ক্লিপার এবং গুস। একদিন ওই  শহরের একজন ছোট ছেলে "লিটল ডাইস " টেন্ডার ট্রায়োকে কনভিন্স করে একটি মোটেল লুটপাট করার জন্য। তারা শহরের একটি মোটেল লুটপাট করে। টেন্ডার ট্রায়ো লুট করে যাওয়ার পর লিটল ডাইস মোটেলে ফিরে গিয়ে মোটেলের সবাইকে হত্যা করে। 

পুলিশ এর দায় ওই গ্যাংকে দেয়, এবং শ্যাগিকে হত্য করে।অন্যদিকে ক্লিপার একটা চার্চে জয়েন করে,আর  গুসকে "লিটল ডাইস" নিজেই হত্যা করে। এরপর লিটল ডাইস হয়ে উঠে ওই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। শহরের অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে যায়।

মুভিতে চলা ক্ষমতা দখল, একজনকে টপকে অন্যজন বড় হওয়ার জন্য হিংস্রতা, ভালোবাসা, ঘৃণা, বিশ্বাসঘাতকতা, ক্রাইম আর রাজত্ব দখলের খেলা দেখে আপনি হতবাক হয়ে যাবেন।ড্রাগ আর নেশা একটা সমাজ আর জাতিগোষ্ঠীকে কিভাবে মনুষ্যত্বহীন আর সেখানকার মানুষের মানসিকতার বিকৃতি ঘটায় তার একটা বর্ণনা পাবেন মুভিতে৷

সিনেমাটির মেকিং, স্ক্রিনপ্লে,ডিরেকশন সবকিছুই ছিলো একেবারে টপ লেভেলের। মুভিটি দেখার সময় আপনার মনে হবে আপনি সত্যি সত্যি কোন অপরাধ রাজ্যে বিচরণ করছেন।BAFTA Award সহ চার ক্যাটাগরিতে  একাডেমিক পুরষ্কারের জন্য মনোনিত এই মুভিটি দেখে অবাক হননি এমন মানুষের সংখ্যা অতি নগণ্য। মুভিটি দেখলে বুঝতে পারবেন "কিশোর গ্যাং"গুলোর নৃসংশতা কতটা ভয়াবহ হতে পারে।


2.Elite Squad 2007

Imdb:8.1

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মাদক চোরাকারবারিদের দৌরাত্ম্য ও তাদের সাথে পুলিশের যোগসাজশ এবং তা নিয়ন্ত্রণে রিও ডি জেনেরিওর মিলিটারি পুলিশের বিশেষ শাখা 'BOPE'এবং তার কমান্ডার ক্যাপ্টেন নাসিমেন্তোর ভূমিকা নিয়ে এই মুভির গল্প।

BOPE হল ব্রাজিল পুলিশের স্পেশাল অপারেশন্স ব্যাটালিয়ন।কোন কাজে পুলিশ ব্যর্থ হলে সেখানে BOPE অপারেশনে করে । অপরাধীদের জন্য এই সংস্থা আতংকের নাম, কারণ এরা অপারেশনে গিয়ে সরাসরি হত্যা করে।

এবার মুভির গল্প আসা যাক, রিও ডি জেনেরিওতে পোপ আসবেন। পোপ যেখানে থাকতে চান তার ঠিক পাশেই একটি বস্তি অবস্থিত। যে বস্তিতে ব্রাজিলের সবচাইতে কুখ্যাত এবং ভয়ানক মাদক চোরাকারবারিদের অভয়ারণ্য, যা চলে আবার পুলিশের যোগসাজশে । যেখানে সাধারন পুলিশ সদস্যরাও যেতে সাহস পায়।

পুলিশের ওই বিশেষ শাখার কমান্ডার ক্যাপ্টেন নাসিমেন্তোকে দায়িত্ব দেয়া হয় ওই বস্তি থেকে চোরাকারবারিদের নির্মূল করতে।যাতে পোপ একটি গুলির শব্দও শুনতে না পান। ক্যাপ্টেন নাসিমেন্তোর স্ত্রী প্রেগন্যান্ট।তার স্ত্রী চায় তার স্বামী এই কাজ ছেড়ে দিক। তাই ক্যাপ্টেন তার একজন বিকল্প খুঁজতে থাকে এবং একই সাথে ঐ বস্তি থেকে ভয়ানক মাদক চোরাকারবারিদের ধ্বংস করার মিশন চলাতে থাকে।


3.Elite Squad 2: The Enemy Within 2010

Imdb:8

এটি প্রথম মুভির গল্পের ১৩ বছর পরের ঘটনাকে নিয়ে।রিও ডি জেনেরিওর এক কারাগারে বন্দিদের মধ্যে শুরু হয় দাঙ্গা। সেই দাঙ্গা থামাতে BOPE এবং তার কর্নেল নাসিমেন্তোকে পাঠানো হয় ।কর্নেল নাসিমেন্তোর নিষেধ সত্ত্বেও বোপ এর এক সদস্য কারাগারের ভেতরে ঢুকে এক মানবাধিকার কর্মীর (যে কিনা কর্নেল নাসিমেন্তোর সাবেক স্ত্রীর বর্তমান স্বামী) তার সামনে কিছু দাঙ্গাকারীকে গুলি করে হত্যা করে।

আগে থেকেই কর্নেল নাসিমেন্তোর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে থাকা গভর্নর এবার চায় তাকে বরখাস্ত করতে, কিন্তু সাধারণ মানুষের কাছে কর্নেলের তুমুল জনপ্রিয়তার কারণে গভর্নর সেটা করতে পারে না। তাই তাকে প্রতিরক্ষা সচিবালয়ে বদলি করা হয়। তবে কর্নেল প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পেয়ে দুর্নীতিগ্রস্থ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

পুলিশ কত দুর্নীতিগ্রস্ত হতে পারে তা এই মুভি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, তবে এত দুর্নীতির মাঝে BOPE সদস্যদের দুর্নীতিতে না জড়ানো এবং শত বাধা এবং চাপের মাঝেও তাদের ন্যায়ের পথে থেকে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর বিষয়েটি আমার সবচেয়ে ভালো লেগেছে।

 প্রতিনিয়ত একজন মানুষ সহিংসতার মুখোমুখি হলে  সেটা তার পারিবারিক জীবনেও যে মারাত্মক প্রভাব ফেলে পরিচালক এই মুভিতে সেই দিকটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

শত চাপের কাছে নতিস্বীকার না করে সৎ এবং নিষ্ঠাবান এক পুলিশ অফিসারের ভূমিকায় ক্যাপ্টেন নাসিমেন্তোর অভিনয় ছিলো এককথায় অসাধরণ।পুলিশের দুর্নীতিপ্রবনতা, পুলিশ থাকতেও স্পেশাল ফোর্স গঠনের  কারণ, তাদের কার্যকলাপ,তাদের নেগেটিভ পজেটিভ সাইটগুলো খুবই সুন্দরভাবে দেখিয়েছেন পরিচালক। 

দুটি মুভিই ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে আয় করা মুভিগুলোর মধ্যে অন্যতম।৮৪ তম #অস্কারে ব্রাজিলের এন্ট্রি ছিল Elite Squad 2 মুভিটি । কিন্তু ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ে যায়।

শ্বাসরুদ্ধকর উত্তেজনা ও সাসপেন্স এবং একশনে ভরপুর মুভি দুটি দেখতে বসলে শেষ না করে উঠতে পারবেন না এবং দুটি মুভি যদি একদিনেও দেখতে শুরু করেন, কখন যে সময় চলে যাবে আপনি টেরই পাবেন না।


4.Trash

Imdb:7.2

এই মুভির শুরুটা হয় একটি হারিয়ে যাওয়া মানিব্যাগকে কেন্দ্র করে। যে মানিব্যাগ Raphael এবং Gardo নামের দুজন টুকাই রিউ ডি জেনিরোর এক ময়লার স্তূপে খুঁজে পায়। তারা দুজনেই ওই আবর্জনার স্তুপে কাজ করে।তারা মানিব্যাগটি খুলে দেখে ভেতরে কিছু টাকা, একটি মেয়ের ছবি এবং একটি চাবি রয়েছে। Raphael এবং Gardo টাকাগুলো ভাগাভাগি করে নেয়, তবে মানিবগটি Raphael তার কাছে রেখে দেয়।

এরপর ওই আবর্জনার স্তুপে একদিন পুলিশ আসে মানিব্যাগটি খোঁজতে। পুলিশ মানিব্যাগটি খুঁজে দেয়ার বিনিময়ে অনেক টাকা পুরস্কার ঘোষণা করে। Raphael এবং Gardo চিন্তা করে একটি সামান্য মানিব্যাগের জন্য পুলিশ কেন এত টাকা পুরস্কার দেবে!! তাদের মনে সন্দেহ জাগে, তাই তারা মানিব্যাগের কথা পুলিশের কাছে গোপন রাখে।

মানিব্যাগটি লুকিয়ে রাখার জন্য তারা তাদেরই সমবয়সী বন্ধু Rat এর কাছে যায় । Rat মানিব্যাগে থাকা চাবিটি দেখে তাদের জানায় এটা রেলওয়ে স্টেশনের লকারের চাবি ।

তারা তিনজন ওই রেলওয়ে স্টেশনে যায় এবং লকার খুলে ভিতরে একটি চিঠি পায়। যে চিঠির প্রাপক রিও ডি জেনেরিওর জেলখানায় বন্দী এক সমাজকর্মী। এরপর তারা তিনজন এই চিঠি এবং মানিব্যাগের রহস্য উদঘাটনের জন্য বের হয়, আর তাদের ধরতে তাদের পেছনে ছুটতে থাকে রিও ডি জেনেরিওর পুলিশ বাহিনী।

মুভির টান টান উত্তেজনা,  টানা ১ ঘণ্টা ৫৪ মিনিট আপনাকে স্ক্রিনের সামনে বসিয়ে রাখতে বাধ্য করবে।মুভির সিনেমাটোগ্রাফি রাফায়েল,গার্দো আর র্যাট এর সাথে আপনাকেও ঘুড়িয়ে আনবে  রিও ডি জেনারিও এর অলিগলিতে।তিন জন এর অভিনয় ছিল অসাধারণ।যারা এলিট স্কোয়াড সিরিজ দেখছেন তাদের কাছে ওয়াগনার মৌড়া এর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই।পুলিশ চরিত্রটার অভিনয়ও ছিল নজরকাড়া।

 ডিরেকশন, অভিনয়, অসাধারণ স্টোরি টেলিং,থ্রিল,সাসপেন্স,সিনেমাটোগ্রাফি আর দুর্দান্ত বিজিএম.. সব মিলিয়ে ট্এ ট্রাস  একটি দুর্দান্ত গতিির মুভি, যা আপনাকে  শুরু থেকে শেষ পর্যন্ত টেনে ধরে রাখবে।


5.Central Station (1998)

রিও ডি জেনেরিওর সেন্ট্রাল স্টেশনে অক্ষরজ্ঞানহীন মানুষদের পত্রলেখকের কাজ করে ডোরা। প্রাক্তন স্কুল শিক্ষক, বয়সও অনেক। চিঠি লিখে তা ডাকে ফেলার কাজও সারে সে, এতে অবশ্য বাড়তি খরচও নেয়।একদিন এক মহিলা আসে স্বামীর কাছে চিঠি লিখতে যে স্বামীর সাথে তার তেমন কোন সম্পর্ক নেই। কিন্তু তারপরও তার স্বামীর সাথে যোগাযোগ করতে হয় কারণ তার ছেলে জসুয়া বাবাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে।

এই চিঠি লিখে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনায় সেই মহিলা মৃত্যু হয়। তবুও নাছোড়বান্দা বালক যে কোনোদিন বাবাকে দেখেনি, যার শুধুমাত্র ঠিকানা ছাড়া আর কিছুই নেই, তাকে দেখার জন্য দূর শহরে যাওয়ার মনস্থির করে।একা একা স্টেশনে জশুয়াকে ঘুরতে দেখে মানবপাচারকারীদের সাথে যুক্তি করে তার বাসায় নিয়ে আসে ডোরা। কিন্তু নিজের বিবেকের তাড়নায় ও তার বান্ধবীর কথায় পরে ছাড়িয়ে আনে জশুয়াকে।  এতটুকু ছেলেকে একা ফেলে দিতে তারও বিবেক বাধা দেয়। 


এবার ডোরা জশুয়াকে তার অদেখা বাবার কাছে পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই ভ্রমণপথের কাহিনী নিয়েই আগায় কাহিনী। শেষ পর্যন্ত সেই বাবার সন্ধান পায় কি জশুয়া? শেষ পর্যন্ত জসোয়ার ভাগ্যে কি হয়,সে কি তার বাবার সন্ধান পায়?

জানতে হলে দেখতে হবে ব্রাজিলিয়ান মাস্টারপিস...।এটি এমন একটি মুভি যা আপনার মনকে ছুঁয়ে দিবে,


ভিডিও লিংক Top 5 Brazilian Movies

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.