৭ টি ইসলামী ইতিহাস নির্ভর মুভি

পৃথিবীতে অনেক মুসলিম দেশ রয়েছে, এবং প্রায় প্রতিটি দেশই চলচ্চিত্র নির্মাণ করে থাকে। তবে সেই সব চলচ্চিত্রের মধ্যে ইসলামী ভাবধারা বা ইসলামী ইতিহাস, ঐতিহ্য নিয়ে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা অতি নগণ্য। কেবল মাত্র ইরানের চলচ্চিত্র এবং ইন্দোনেশিয়ার কিছু চলচ্চিত্রে ইসলামী ভাবধারা, ইসলামী রীতিনীতি ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়। এমনই ৭ টি ইসলামী ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র নিয়ে আমাদের আজকের এই পর্ব।


সূচীপত্র (toc)


Muhammad: The Messenger of God (2015)

Imdb:7.7

Country:Iran

মুভিটি মুহাম্মদ সাঃ জন্মের আগে থেকে উনার ১২ বছর পর্যন্ত ঘটনা দেখানো হয়েছে| এই সময়ে মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে বিভিন্ন গোত্রের ব্যাবসায়ী যারা মক্কায় আধিপত্য বিস্তার করতো তাদের ষড়যন্ত্রসহ উনার মাতা আমিনা, দুধমাতা হালিমা, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব মুহাম্মদ সাঃ কে কিভাবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতেন তাই মুভিতে তুলে ধরা হয়েছে 

এই মুভিটি পরিচালনা করেছেন বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদি।২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইরানি চলচ্চিত্র।এটি ইরানের নির্মিত সবচেয়ে ব্যয়বহুল মুভি। এর নির্মানে ব্যায় হয়েছে ৫০ মিলিয়ন ডলার । মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান।


The Message (1976)

Imdb:8.2

Country:Iran

এই মুভিতে মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে মক্কায় ইসলামের সূচনার ঘটনাকে অনুসরণ করা হয়েছে, যেখানে মুসলমানগণ তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে অত্যাচারিত হচ্ছিল, এরপর মদিনায় হিজরত, বিভিন্ন যুদ্ধ, চুক্তি এবং মুসলমানদের মক্কা বিজয়ের মাধ্যমে এই মুভির সমাপ্তি ঘটেছে। তৎকালীন সময়ের বেশ কিছু রক্তক্ষয়ী পটভূমি যেমন বদরের যুদ্ধ ও উহুদের যুদ্ধ মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে, যার অধিকাংশ দৃশ্যই নবীজী (সাঃ) এর চাচা হামজার চরিত্রের  দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে।

১৯৭৬ সালে মুক্তি প্রাপ্ত এই মুভিটি ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত সবচেয়ে জনপ্রিয় মুভি। মুভিটি ইংরেজি এবং আরবি ভাষায় মুক্তি দেয়া হয়। এই মুভি নির্মাণের জন্য বেশিরভাগ অর্থায়ন করেছিল সাবেক লিবিয়ান নেতা  মুয়াম্মর গাদ্দাফি।

ইসলামী মৌলিকতার উপর ভিত্তি করে চলচ্চিত্রটিতে নবী করীম মুহাম্মদ (সাঃ) কে দেখানো হয় নি, তার কন্ঠেরও অনুকরণ করা হয় নি।


The Kingdom of Solomon (2010)

Imdb:6.7

Country:Iran

দ্য কিংডম অব সুলায়মান ২০১০ সালে মুক্তি পাওয়া একটি ইরানী মুভি।এই  মুভিতে ইসরাইলিদের রাজা হযরত সুলায়মান আ:এর জীবনী বর্ণিত হয়েছে।পবিত্র কুরআনের বর্ননা অনুসারে হয়রত সুলাইমান আ: রাজত্বের কিছু ঘটনা এই মুভিতে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়:

হযরত সুলায়মান (আঃ) একসময় পূর্বাভাস পায় শয়তান এবং জিন পৃথিবীর মানুষের উপর আক্রমণ চালাবে। তাই তিনি বনি ইজরাইলি নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে হামলা প্রতিহত করার জন্য সহযোগিতা চান এবং সকলকে সচেতন করার জন্য পরামর্শ দেন। কিন্তু সুদখোর এবং অত্যাচারী বনি ইসরাইলীরা নেতারা নবীর কথা কর্ণপাত করেনি বরং তাঁকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন।

তারা হযরত সুলায়মান (আঃ) কে হত্যার জন্য এক জাদুকর এর কাছে যান,তারা জাদুর মাধ্যমে হযরত সুলায়মান (আঃ) কে হত্যার চেষ্টা করেন। তবে সোলায়মান (আঃ) পরিবর্তে তার স্ত্রী মারা যান।এদিকে শয়তান এবং জিনরা সারা দেশে আক্রমণ করে। শুরু হয় বিশৃঙ্খলা, গোলযোগ, হত্যা, লুটপাট এবং অন্যদিকে বনি ইসরাইলী নেতারা সুলায়মান (আঃ) এর অনুপস্থিতে তার প্রসাদে আক্রমণ করে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য।


Fetih 1453 (2012)

Imdb:7.1

Country:Turkey

ফেতিহ ১৪৫৩ হল একটি ঐতিহাসিক ঘটনাভিত্তিক  তুর্কী সিনেমা যা ২০১২ সালের ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পায়। এর পটভূমি ও কাহিনী পঞ্চদশ শতাব্দীর উসমানীয় সম্রাট দ্বিতীয় মুহাম্মদ মুহাম্মদ ফাতিহ এর রাজত্বকালে উসমানীয়দের দ্বারা কন্সটান্টিনোপল বা ইস্তানবুল বিজয়ের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ছবিটি মুক্তি দেয়ার আঠারো দিনের মাথায় এটি তুরস্কের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ডকে ভেঙে ফেলে। বর্তমানে এটি তুর্কী ভাষার সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র।

রসুলুল্লাহ (সঃ) ভবিষ্যত বাণী যার দ্বারা পূর্ণতা পেয়েছিল তিনি হলেন দ্বিতীয় মুহাম্মদ, যাকে মুহাম্মদ  আল ফাতিহ নামে ডাকা হয়।নবীজী (সাঃ) ভবিষ্যৎ বানী করে বলেছিলেন, একজন মহান সেনাপ্রধান এবং তার সৈন্যদল কর্তৃক কন্সটান্টিনোপল বিজিত হবে।

সুলতান মুহাম্মদ আল ফাতিহ্ কনস্টান্টিনোপল অবরোধ করেন এবং  প্রায় ৪৫ দিন দীর্ঘায়িত হয় এই অবরোধ! এবং পরিশেষে কনস্টান্টিনোপলের পতন হয় মুসলিমদের কাছে! মুহাম্মদ আল ফাতিহ্ হয়ে যান ইতিহাসের অন্যতম কনিষ্ঠ শ্রেষ্ঠ সমরনায়ক! মুক্তির প্রায় একবছর পর ২০১৩ সালের ৩রা মার্চ এই  সিনেমাটি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে "ফেতিহ ১৪৫৩: ব্যাটল অব টু এম্পায়ার্স" নামে মুক্তি পায়।[৩]


Lion of the Desert (1980)

Imdb:8.4

Country:Libya | USA

১৯৮১ সালে মুক্তি পাওয়া এই মুভিটি পরিচালনা করেছেন মুস্তফা আক্কাদ, যিনি মহানবী হযরত মুহাম্মদ (স) এর জীবনীভিত্তিক চলচ্চিত্র দ্যা ম্যসেজের পরিচালক ছিলেন।দ্যা মেসেজের মতোই এই মুভিটিও নির্মিত হয়েছে লিবীয় নেতা মুয়াম্মার-আল-গাদ্দাফীর অর্থায়নে।

লিবিয়ার নেতা ওমর-আল-মুখতার ছিলেন ঐতিহাসিক সেনুসী আন্দোলনের অন্যতম নেতা। পেশায় তিনি ছিলেন মূলত মাদ্রাসার কুরআনের শিক্ষক। ১৯১১ সালে ইতালীয়রা লিবিয়া আক্রমণ করলে তা প্রতিরোধ করতে গিয়ে ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন লিবিয়ার মুক্তি সংগ্রামের প্রতীক। 

দীর্ঘ ২০ বছর লড়াই করে অবশেষে ১৯৩১ সালের ১৩ই সেপ্টেম্বর তিনি ইতালিয়ানদের হাতে আটক হন। মাত্র তিন দিনের মধ্যেই এক প্রহসনের বিচারে মাধ্যমে ১৬ই সেপ্টেম্বর ১৯৩১ সালে ৭৩ বছর বয়সী এই বৃদ্ধকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।ইতালীয় সমরবীদের কাছে ওমর মুখতার মরুভুমির সিংহ নামে পরিচিত।

মুভিটিতে লিবিয়ার স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারের বিশ বছর ব্যাপি যুদ্ধের শেষ কিছুদিনের ঘটনা তুলেধরা হয়েছে।


salma and the apple 2011

Country:Iran

এই মুভিটি একজন অত্যন্ত ধার্মিক এবং নৈতিকতাবোধ সম্পন্ন মানুষের গল্প।

মুভিতে দেখা যায় এক ধার্মিক যুবক নামায শেষ করে এক আপেল গাছের নিচে যায় হাত মুখ ধোয়ার জন্য। ওই সময় তার সামনের পানিতে একটি আপেল পড়ে, সে ক্ষুধার্ত থাকায় আপেলেটা এক কামড় খায়ে ফেলে, আবার ২য়বার খেতে যাবে এমন সময় সে বুঝতে পারে  এই আপেল গাছের মালিকে না জানিয়ে আপেল খাওয়াটা তার ঠিক হয়নি। তাই সে সিক্দান্ত নেয় মালিককে খুজে বের করবে এবং এর জন্য সে ক্ষমা চাইবে।

মুভিটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী এর বাবার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত।



Haji Backpacker (2014)

Imdb:6.3

Country:Indonesia

এটি একটি ইসলামিক মুভি। আমারা আমাদের জিবনে এমন অনেক খারাপ পরিস্থিতির বা ঘটনার সম্মুখীন হই যা আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয় এবং এর জন্য আমরা আল্লাহকে অনেক সময় দায়ী করি অথবা আল্লাহর এই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারিনা মুভিটি এরকম একটি বিষয় নিয়েই নির্মিত।


Best Islamic Movie 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.