তুরস্কের টিভি সিরিজ বিশ্বে ব্যাপক জনপ্রিয়।তুরস্কের টিভি সিরিজ গুলো জনপ্রিয়তা পাওয়ার পিছনে তাদের ঐতিহাসিক টিভি সিরিজ গুলোর অবদান সবচেয়ে বেশি।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেরা ৬টি তুরস্কের ঐতিহাসিক টিভি সিরিজের কথা।
সূচীপত্র (toc)
Kuruluş: Osman
তুরস্কের এই টিভি এই সিরিজটি মুলত দিরিলিস আর্তুগ্রুল এর পরবর্তী ধাপ। এই সিরিজটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রথম উসমানের জীবনের উপর ভিত্তি করে। এই সিরিজটি বর্তমানে চলমান। তুরষ্কের টেলিভিশন চ্যানেল এটিভিতে এটি সম্প্রচারিত হয়।
এখানে ওসমানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংগ্রাম এবং তিনি কীভাবে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ করেন তা দেখানো রয়েছে। এই সিরিজে বাইজেন্টাইন এবং মঙ্গোলদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং কীভাবে তিনি বাইজেন্টাইন এবং মঙ্গোল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন,সেটা তুলে ধরা হয়েছে।
Payitaht Abdulhamid
তুরস্কের এই টিভি এই সিরিজটি উসমানীয় সাম্রাজ্যের ৩৪ তম এবং শেষ স্বাধীন সুলতান সুলতান আবদুল হামিদের শাসন আমলের উপর নির্মিত । আবদুল হামিদ ৩১ ডিসেম্বর ১৮৭৬ থেকে ২৭ এপ্রিল ১৯০৯ পর্যন্ত অটোম্যান সাম্রাজ্যের সুলতান ছিলেন। তিনি অত্যান্ত বিচক্ষণ, বুদ্ধিমান, ধার্মিক এবং প্রচন্ড ব্যাক্তিত্ববান একজন শাসক ছিলেন।আর এইজন্যই তার বিরোধী ছিল অনেক।সিরিজে দেখা যায় তাকে খমতা থেকে সড়াতে ইহুদী, ইউরোপীয়রা,নব্য তুর্কি এমন কি তার নিজের পরিবারের সদস্যরাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
এই ষড়যন্ত্র তিনি এবং তার অল্প কয়েকজন সহযোগী মিলে প্রতিরোধ করার চেষ্টা করেন।৫ সিজনে এই সিরিজের মোট পর্ব সংখ্যা ১৫৪,আর প্রতি পর্বের রান টাইম প্রায় ১৫০ মিনিট করে।
Dirilis Ertugrul (Ertugrul Ghazi)
তুরস্কের টিভি সিরিজেরগুলোর মধ্যে সারা বিশ্বে দিরিলিস আরতুগ্ল সবচেয় সবচেয়ে জনপ্রিয়। সারাবিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় এই টিভি সিরিজটি ডাবিং করে প্রচারিত হয়েছ।কোন কোন দেশে মুসলমানদের ইতিহাস জনসাধারণকে জানানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় এই টিভি সিরিজ প্রচারিত হয়েছে।
ওঘুজ তুর্কিদের ইতিহাসের উপর ভিত্তি করে এই সিরিজ নির্মিত হয়েছে, যেখানে ১৩ শতাব্দীর মধ্যভাগে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আরতুগ্রুল গাজীর জীবনকে তুলে ধরা হয়েছে।
মঙ্গোলীয়দের আক্রমণ ও নির্যাতন কারণে তুর্কি গোত্রগুলো মধ্য এশিয়া ছেড়ে পালিয়ে যায়। ওঘুজ তুর্কিদের মধ্যে কায়ি গোত্র চারশোটি বিশাল বেদুঈন তাবু গেড়ে আনাতলিয়ায় আশ্রয় নেয়। এই কায়ি গোত্রের প্রধান ছিলেন সুলায়মান শাহ, আর তার চার পুত্রের মধ্যে একজন হলো এই আরতুগ্রুল। যে ছিল তার পিতার সবচেয়ে আস্থাভাজন একজন বীরযুদ্ধা।
এই আরতুগ্রুলকে নিয়েই ঐতিহাসিক এই সিরিজের গল্প।তার তৈরি করে দেয়া পথে হেঁটেই পরবর্তীতে ১২৯৯ সালে তার ছেলে প্রথম উসমান "উসমানীয় সাম্রাজ্য" প্রতিষ্ঠা করেন।
এই সিরিজের মোট ৫টি সিজন রয়েছে,যার মোট পর্ব সংখ্যা ১৫০, আর প্রতিটি পর্বের রানটাইম প্রায় ২ ঘন্টা করে। এখন পর্যন্ত মোট ২২টি দেশের টিভি চ্যানেলে বিভিন্ন ভাষায় এই সিরিজটি প্রচারিত হয়েছে। মাছরাঙ্গা টিভিতে ২ এপ্রিল ২০১৭ থেকে "দিরিলিস আরতুগ্রুল" নামে এর সম্প্রচার শুরু হয়।
The Great Seljuks: Guardians of Justice
দ্যা গ্রেট সেলজুক গার্ডিয়ানস অব জাস্টিস তুরষ্কের একটি জনপ্রিয় টিভি সিরিজটি।সিরিজটিতে সেলজুক বংশের বীরত্ব এবং শাসন ব্যাবস্থা বর্ণনা করা হয়েছে।
এই টিভি সিরিজে সেলজুক সুলতান মালিক শাহ এবং তার পুত্র আহম্মেদ সানজারের বীরত্বের কথা দাখানো হয়েছ।এখানে দেখানো হয়েছে সেলজুকদের উত্থান,সম্রাজ্য বিস্তার,যুদ্ধ,শাসন ব্যবস্থা এবং তাদের রাজত্ব। জনপ্রিয় এই টিভি সিরিজটি ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে তাদের ভাষায় ডাবিং করে প্রচার হয়েছে।
Barbaros: Sword of the Mediterranean
বারবারোসলার:হল একটি ঐতিহাসিক কাহিনি নির্ভর তুর্কি টিভি সিরিজ, যা ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে টিআরটি ১-চ্যানেলে সম্প্রচার শুরু হয়।
সিরিজটি বারবারোস হায়রেদ্দিন পাশা এবং তার ভাইদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে, যিনি প্রথম কাপ্তান পাশা এবং উসমানীয় সাম্রাজ্যের নৈবাহিনীর ক্যাপ্টেন-ইন-চিফ হিসাবে পরিচিত বিখ্যাত নাবিক ছিলেন।
সিরিজটি বারবারোস হাইরেদ্দিন পাশা এবং তার তিন ভাইয়ের জীবনী নিয়ে নির্মিত, যারা উসমানীয় সাম্রাজ্যের সময় অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলেন। হায়রেদ্দিন পাশা উসমানীয় নৌবাহীনির একজন ক্যাপ্টেন ছিলেন এবং ভূমধ্যসাগরে উসমানীয় আধিপত্য নিশ্চিত করেছিলেন।
বারবারোস হায়রেদ্দিন পাশার আসল নাম হিজির রেইস। সম্রাট ইয়াজুভ উসমানীয় সাম্রাজ্যে তার অবদানের জন্য তাকে হায়রেদ্দিন নাম দেন।
The Magnificent Century (Sultan Suleiman)
সুলতান সুলেমান একটি ইতিহাসভিত্তিক তুর্কি ধারাবাহিক সিরিজ।সিরিজটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার প্রিয়তম স্ত্রী হুররেম সুলতানের জীবনের উপর ভিত্তি করে, যিনি সুলাইমানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেন।সিরিজটিতে সম্রাট পরিবারের সদস্যদের পারস্পারিক সম্পর্ক, বিশেষ করে পরিবারের মধ্যে দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রাথমিকভাবে তুরস্কের শো টিভিতে সিরিজর সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের স্টার টিভিতে এর সম্প্রচার স্থানান্তর হয়। বাংলাদেশের বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ২০১৫ সালের থেকে সিরিজটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।
সম্প্রচারের পর থেকে ২০১৫-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এটি দর্শকদের টিআরপি ভোটে বাংলাদেশের টিভি অনুষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে চলে আসে,এবং তার দুই সপ্তাহ পর ২০১৬-এর দ্বিতীয় সপ্তাহে এটি সকল অনুষ্ঠানকে পেছনে ফেলে দর্শক জনপ্রিয়তায় প্রথম শীর্ষস্থান দখল করে নেয়।এই টিভি সিরিজটি মোট ৫০টি দেশে সম্প্রচার হয়েছে।
Best Turkey Historical TV Series
Turkey TV Series
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।