তিনদিন ধরে খুব জ্বর,রাতে ঠিকমতো ঘুম হয় না।এই আধো ঘুমে কি কি যেন দেখি পরে আর মিলাতে পারি না। অবশ্য আজকাল জেগে থেকেও এমন অনেক কিছু দেখি সেইগুলোও মিলাতে পারি না।
রাত এখন খুব দীর্ঘ মনে হয়,সময় কাটে না।দুই রাতে কোরিয়ান একটা ড্রামা দেখেছি All of us are dead. জম্বি নিয়ে ড্রামা, এখন পর্যন্ত ৬ পর্ব দেখেছি।প্রথম কয়েক পর্ব ভালো লেগেছে। এরপর আর আকর্ষণ খুঁজে পাচ্ছিলাম না। গতকাল রাতে ঘুম আসছিল না, ভাবলাম একটা মুভি দেখি। খুঁজে পেলাম একেবারে নতুন একটা মুভি Nightmare Ally 2022. মুভির মূল অভিনেতা আমার খুব পছন্দের Bradley Cooper,আরো আছেন Rooney Mara এবং Cate Blanchett। Rooney Mara কে আমার খুব ভালো লাগে, উনার চেহারা এবং হাসির মাঝে একটা সরলতা আছে।
মুভির রানটাইম ২ ঘন্টা ৩০ মিনিট।এই মুভি নিয়ে লেখার একটা কারন হচ্ছে এটা একটা শিক্ষনীয় মুভি। চলেন মুভির গল্পে যাই এবার।পুরো লেখাটা পড়লে স্পয়লার খাবেন,তাই মুভিটা দেখার ইচ্ছা থাকলে পুরো লেখাটা পড়তে যাইয়েন না।
মুভির গল্পটা সার্কাস দল কেন্দ্রিক, মুভির ভাষায় যেটাকে কার্নিভাল বলা হয়েছে। আমি বুঝানোর সুবিধার্থে সার্কাস দল উল্লেখ করবো।
বেশ বড় একটা জায়গা নিয়ে একটি সার্কাস দল, সেখানে রয়েছে বেশ কিছু গ্রুপ,যারা আলাদা আলাদা স্টেজে নিজেদের পারফরমেন্স প্রদর্শন করে।আর এই পুরো সার্কাস টিমের মালিক থাকেন একজন,যার তত্বাবধায়নে সব পরিচালিত হয়।এমন একটি সার্কাস টিমে আসে আমাদের গল্পের নায়ক স্টান।সে এসেই দেখা পায় এই সার্কাস দলের মুল আকর্ষণ গিক এর পারফরম্যান্স।
গিক বলা হয় একজন মানুষকে, কিন্তু সে মানুষ হলেও তার আচরণ এবং সে দেখতে অনেকটা পশুদের মতো, তাকে অনেকটা পশুদের মতো করেই রাখা হয়। তাকে একটি খাঁচার ভেতরে রাখা হয়,সেই খাঁচার সামনে একটা মুরগি দেয়া হয়, সেই মুরগি দেখা মাত্র গিক সেই মুরগিটি ধরে মুখ দিয়ে টেনে মুরগিটির শরীর থেকে মাথা আলাদা করে চুষে র ক্ত খেয়ে ফেলে। মানুষ এইগুলো দেখে আনন্দ পায়, অনেকে ভয়ও পায়, এবং সবাই টাকা দেয়।এটাই হচ্ছে গিক কাজ।
মুভির অভিনেতা স্টানের সাথে ওই সার্কাস দলের মালিকের দেখা হয় এবং পরবর্তীতে স্টান ওই সার্কাস দলের একটা গ্রুপে চাকরি পায়।ওই সার্কাস দলের অনেক গুলো গ্রুপের মধ্যে একটি গ্রুপ আছে যারা মানুষকে কথা দিয়ে সম্মহিত করতে পারে।মানে তারা মানুষ দেখে তার সম্পর্কে অনেক কিছু বলতে পারে, মৃত মানুষ সম্পর্কেও অনেক কিছু বলে মানুষকে বিভ্রান্ত করতে পারে।
এই গ্রুপের মূল ব্যক্তির নাম হচ্ছে পিট,সে বেশ বয়স্ক এবং মদ্য পায়ী।মদ খেতে খেতে তার জীবন যায় যায় অবস্থা।স্টানের মানুষকে সম্মহিত করার এই কৌশলের প্রতি আগ্রহ জাগে এবং ধীরে ধীরে ওই গ্রুপের সাথে থেকে সে এই কৌশল শিখতে থাকে। একদিন পিট মাতাল অবস্থায় মারা যায়,বলা যায় এই মৃত্যুর জন্য স্টান দায়ী। কারণ সে ইচ্ছে করেই আগের দিন রাতে পিটকে অনেক মদ খাওয়া সুযোগ করে দেয়,যার ফলে পরের দিন পিট মারা যায়।পিটের মৃত্যুর পর তার একটি বই স্টান নেয়।এই বইটা নেয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য। কারণ এই বইতে মানুষকে সম্মহিত করার কৌশল লিখা ছিল।
ইতিমধ্যে স্টানের সাথে এই সার্কাস দলের এক মেয়ে মলির ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।স্টান মলিকে নিয়ে এই সার্কাস দল ছেড়ে অন্যত্র চলে যায় এবং সেখানে গিয়ে সে মানুষকে সম্মহিত করা বা কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে কৌশল সে শিখেছে সেটা কাজে লাগায়।সে অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে যায়।এখন তার জনপ্রিয়তা এবং টাকা পয়সা আছে।মলি এবং তার বেশ ভালো ভাবেই চলে যাচ্ছিল।
একদিন তার শো চলাকালীন সময়ে তার সাথে দেখা হয় এক মনোরোগ বিশেষজ্ঞের,যে একজন নারী।এই মনোরোগ বিশেষজ্ঞ আবার স্টানের থেকেও বেশি মানুষকে কথা দিয়ে বিভ্রান্ত করতে পারে।মলির কাছে লুকিয়ে সে ওই মেয়েটির সাথে নিয়মিত দেখা করতে যায়।একসময় তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
এই মনোরোগ বিশেষজ্ঞের কথায় স্টান একদিন খুব প্রভাবশালী ও বিত্তবান এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়।এই ব্যক্তি ডরি নামের এক মেয়েকে ভালোবাসতো, ডরিকে জোরপূর্বক গর্ভ পাত করানোর সময় ডরি মারা যায়। এরপর পর থেকে এই ব্যক্তি খুব অনুশোচনায় ভোগে।স্টান ওই ব্যক্তির সামনে এসে ডরির কথা তুলে।স্টান ওই ব্যক্তিকে বলে সে ডরিকে দেখতে পাচ্ছে।ডরি এখন তাদের সাথেই আছে।এমন কথা বলে ওই বিত্তবান লোককে স্টান আকৃষ্ট করে এবং টাকা নেয়।
এই টাকা নিয়ে স্টান সেই মনোরোগ বিশেষজ্ঞ মেয়েটির কাছে রাখে, এবং পরে তারা দুজনে টাকা ভাগাভাগি করে নিতে রাজি হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো,সেটা হচ্ছে, ওই বিত্তবান লোকটা আসলে এই মনোরোগ বিশেষজ্ঞের রোগী ছিল,তাই তার সম্পর্কে সবকিছু এই মনোরোগ বিশেষজ্ঞ জানে।যেই তথ্যগুলো সে স্টানকে দেয়, সেই তথ্য কাজে লাগিয়ে স্টান ওই লোকের কাছ থেকে টাকা নেয়।
এভাবে কয়েকবার চলার ওই লোকটা স্টানকে বলে তুমি যদি ডরিকে আমার সামনে হাজির করতে পারো তাহলে প্রতি সেশনের জন্য ১০ হাজার ডলার পাবে।
১৯৪০ এর দশকে ১০ হাজার ডলার অনেক টাকা।স্টান খোঁজ খবর নিয়ে ডরির ছবি খুঁজে পায় এবং ডরির ছবি দেখে সে বুঝতে পারে ডরির চেহারার সাথে মলির চেহারার অনেক মিল রয়েছে। কিন্তু মলি কোন ভাবেই এই অনৈতিক কাজে রাজি হয় না। শেষ পর্যন্ত অবশ্য স্টানের কথায় সে রাজি হতে বাধ্য হয়।তারা এক রাতে ওই ধনী লোকের বাগান বাড়িতে যায়।আগে থেকেই সে মলিকে সেখানে তৈরি করে রাখে।
সেই ব্যক্তি দূর থেকে ডরির বেশে মলিকে দেখে অবাক হয়ে যায়।সেই ধরে নেয় এটাই ডরি,স্টানের বাঁধা টপকে সে মলিকে ধরে ফেলে।মলি বেচারী নরম হৃদয়ের মানুষ, সে এই পরিস্থিতি দেখে কেঁদে ফেলে এবং মাফ চায়। মূহুর্তেই তাদের ছলচাতুরি প্রকাশ হয়ে যায়।সেই লোক রেগে গেলে স্টান তাকে পিটিয়ে সেখানেই মে রে ফেলে, সেখান থেকে আসার সময় ওই লোকের দেহরক্ষীও সে মে রে ফেলে। এইগুলো দেখে মলি চলে যায়। এইদিকে সেই মূহূর্তে রেডিওতে প্রচার হয় এক বাবা মায়ের আত্মহ ত্যার খবর।এই বাবা মাকে স্টান বলেছিল তাদের মৃত্যুর পর তার মৃত ছেলের সাথে তাদের দেখা হবে।ওই বাবা মা ছেলের সাথে দেখা হবে এটা ভেবে আত্মহ ত্যা করে।
এরপর স্টান যায় সেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে, সেখানে গিয়ে জানতে পারে আসলে ভালোবাসা টাসা কিছুই না, স্টান ছিল মূলত তার একজন রোগী।
এরপর স্টানকে পুলিশ ধাওয়া করে,সে ট্রেনে করে পালিয়ে অন্যত্র চলে আসে। দুই বছর পর স্টানকে দেখা যায় মাতাল এবং পাগল অবস্থায়।সে চাকরির জন্য একটি সার্কাস দলে আসে।সেই সার্কাস দলের মালিকের কাছে গেলে সেই মালিক তাকে বলে,"ধুরে থাকুন, আপনার শরীর থেকে প্র স্রাব গন্ধ আসতেছে।"
স্টানের অবস্থা দেখে সেই মালিক তাকে সাময়িক একটি চাকরির অফার করে,আর সেটা হচ্ছে সেই গিক হওয়ার চাকরি।কোন বেতন দেয়া হবে না, খাওয়ার জন্য কফি আর কেক দেয়া হবে আর থাকার জন্য শুস্ক জায়গা দেয়া হবে।সেই লোক স্টানকে জিগ্গেস করে, "আপনি কি রাজি আছেন?" স্টান তখন হাসি এবং কান্নার সংমিশ্রনে বলে, "Mister, I was born for it."
এই মুভি থেকে দুটি শিক্ষা নেয়া যেতে পারে,
১. মানুষের কর্ম ফল পৃথিবীতেই ভোগ করতে হয়। ২.বেশি লোভ ভালো না।
স্টান যখন প্রথম সার্কাস দলে আসে তখন সে তার নিজের পিতাকে হ ত্যা করে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আসে।
#Lutfor07
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।