সম্প্রতি দেখা ৬ টি ক্লাসিক মুভি

গত কয়েকদিনে দেখা ৭ টি মুভি।

Smile 2022

এক মনোরোগ বিশেষজ্ঞ নারীর কাছে এক রোগী আসে।এসে জানায়,সে কয়েকদিন ধরে একজন মানুষকে দেখে যে কিনা তার দিকে তাকিয়ে সবসময় হাসে.. খুবই ভয়ংকর ও বি*ভৎস হাসি। ডাক্তার বলে "এখনোও কি সে এখানে আছে?" মেয়েটা হ‍্যা সূচক উত্তর দেয় এবং কিছুক্ষণ পর ওই ডাক্তারের সামনে নিজের গলা কে*টে আত্মহ*ত্যা করে। ডাক্তার বাসায় আসার পর হঠাৎ করেই সেই আত্মহ*ত্যা করা তার রুগীকে সে দেখতে পায়।সে দেখে তার সেই রুগী তার দিকে তাকিয়ে ভয়ংকর ভাবে হাসছে।সে খোঁজ খবর নিয়ে জানতে পারে,এমন হলে সে সর্বোচ্চ সাতদিন বাঁচে,মানে সাতদিনের মধ্যে সে আত্মহ*ত্যা করে মা*রা যায়। এবং কারো সামনে গিয়ে মা*রা গেলে সেই ব‍্যাক্তিও আক্রান্ত হয়,সেও হাসতে থাকা সেই মৃত মানুষকে দেখতে পায়। ডাক্তার জানে তার হাতে সময় নেই,সে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে।সে কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে?

এবছরের সেরা হরর মভি এটি। আমি সেইরকম ভয় পেয়েছি দেখার সময়। মুভিটা আমি দেখা শুরু করছিলাম রাত তিনটার সময়.... একেবারে নিস্তব্ধ রাতে। এইজন্যই আরো বেশি ভালো লেগেছে,মনে হয়।


The 400 Blows 1959-France

ফরাসি এই মুভিটা স্কুল পড়ুয়া এন্টিনিউ নামের এক ছেলেকে নিয়ে। ছেলেটার বয়স হবে ১০-১২ বছর। খুবই দুরন্ত একটি ছেলে। স্কুলে সারাক্ষণ দুষ্টুমি করে বলে শিক্ষক এবং প্রধান শিক্ষকও ওর দুরন্তপনায় অতিষ্ঠ। ক্লাসে এডাল্ট ম‍্যাগাজিন আনা, স্কুল পালিয়ে সিনেমা দেখা, পার্কে গিয়ে ঘুরে বেড়ানো,রাগ করে বাড়ি থেকে পালিয়ে বন্ধুর বাড়িতে থাকা এইসব কিছু তার প্রায় প্রতিদিনের রুটিন। একদিন সে স্কুলে না আসায় তার স‍্যার জিগ্যেস করে,"কিহে, আজকের অজুহাত কি?" এন্টিনিউ বলে,"স‍্যার আমার মা মা*রা গেছে।" কথাটা শুনে শিক্ষক খুবই আফসোস করে। কারণ সে ভাবে মায়ের মৃত্যু নিয়ে নিশ্চই কেউ মিথ্যা বলবে না। কিন্তু সে জানে না এন্টিনিউর পক্ষে সবই সম্ভব। যাইহোক, মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মুভিটা আপনাকে আপনার স্কুল জীবনের কথা মনে করিয়ে দিবে, বারবার।

Imdbএর সেরা ২৫০ টি মুভির লিস্টে এই মুভির অবস্থান তম ২৪০ ।আর মুভির রেটিং হচ্ছে ৮.১


The Body (2012) Spain

মর্গ থেকে এক মৃত নারীর লা*শ উধাও হয়ে যায়। লা*শটা কিভাবে কোথায় গেলো তার কোন প্রমাণ বা চিন্হ কিছুই নেই।এমনকি সিসি ক্যামেরার ফুটেজেও কিচ্ছু নেই। তাহলে লা*শ কি হাওয়ায় মিলিয়ে গেলে? পুলিশ ওই মৃ*ত নারীর স্বামীকে থানায় নিয়ে আসে জিগ্যেসাবাদ করার জন্য, এবং এরপর থানায় ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা,আর বেড়িয়ে আসতে থাকে একেরপর এক রহস্য। অস্থির লেভেলের এক থ্রিলার মুভি। স্প্যানিশ মুভিগুলো বিখ্যাত হয়েছে তাদের থ্রিলার মুভির জন্য। তাদের থ্রিলার মুভি যেসব মুভি দিয়ে বিশ্বে পরিচিত পেয়েছে সেই মুভিগুলোর মধ্যে অন‍্যতম একটি হচ্ছে The body ।এই মুভি ৫-৬ বছর আগেও আমি একবার দেখেছি, সপ্তাহ খানেক আগে দ্বিতীয়বার দেখলাম।


The Cowboys 1972

এক গরুর খামারের মালিক তার কয়েকশ গরু বিক্রি করতে নিয়ে যাবে বহু দূরের এক শহরে। যেখানে যেতে আসতে লাগে কয়েক মাস। এতোগুলো গরু এবং এই দীর্ঘ পথ যাওয়া আসার জন্য তার কিছু কিছু লোক দরকার। তখন স্কুলের ছুটি চলার কারণে সে স্কুল পড়ুয়া ১০-১২ জন বালককে তার সাথে যাওয়ার জন্য বাছাই করে।তারা কিছু পথ যাওয়ার পর কয়েকজন পথচারীর সাথে দেখা হয়,যারা ওই মালিককে বলে "আপনার এই কাজের জন্য আমাদের নিতে পারেন,এই অল্প বয়সী ছেলেরা আপনার কোন কাজে আসবে না।" তবে গরুর মালিক না করে দেয়। এরপর থেকে ওই অ স্ত্রধারী লোকগুলো গরুর মালিকের পিছু নেয়।ওই মালিক কি কয়েক জন বালককে সাথে নিয়ে অ স্ত্রধারী লোকদের মোকাবেলা করে তার গরু নিয়ে নিরাপদ জায়গায় যেতে পারবে?

মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া ওয়েস্টার্ন মুভি আমার এমনিতেই অসম্ভব প্রিয়।


Leave Her to Heaven (1945) 

এক মেয়ে এক উপন্যাসটিকের প্রেমে পড়ে এবং কিছুদিন পরে তারা বিয়েও করে ফেলে। বিয়ের কিছুদিন পরেই শুরু হয় সমস্যা। মেয়েটা উপন্যাসিকে প্রচন্ড ভালোবাসে, এতেই বাঁধে বিপত্তি। তীব্র ভালোবাসার কারণে মেয়েটি তার স্বামীর কাছের কাউকেই সহ‍্য করতে পারে না।তার যখন মনে হয় কারো কারনে তার এবং তার স্বামীর মধ্যে দুরত্ব তৈরি হচ্ছে বা হবে তখন সেই ব‍্যক্তিকে দূরে সরাতে সে যে কোন কিছু করতে পারে, যে কোন কিছু, প্রয়োজনে মে*রেও ফেলতে পারে।

খুবই সুন্দর একটি মুভি। অনেক পুরোনো মুভি হলেও এই মুভির সিনেমাট্রোগ্রাফি ছিল দৃষ্টিনন্দন।


The Shop Around the Corner 1940

এক উপহার সামগ্রীর দোকানে এক মেয়ে ও এক ছেলে চাকরি করে। তাদের দুজনের মধ্যে মাঝেমাঝে ঝগড়া লাগে,মানে কেউ কেউকে পছন্দ করে না। কিন্তু তারা এটা জানে না যে তারা দুজন পোস্ট অফিসের মাধ্যমে একজন আরেকজনকে চিঠি আদান-প্রদান করে।

এটি আমার অনেক প্রিয় অভিনেতা জেমস স্টুয়ার্ট অভিনিত মুভি।একতো জেমস স্টুয়ার্ট আছে তার উপর সাদা কালো মুভি, ভালো না লাগার উপায় আছে।


Doctor Zhivago 1965

প্রথম বিশ্বযুদ্ধ এবং রাশিয়ার বলশেভিক উত্থানের সময় এক চিকিৎসক নাম ইউরি রাশিয়ার এক বিপ্লবী নেতার স্ত্রীর প্রেমে পড়ে। যদিও চিকিৎসক নিজেও বিবাহিত এবং তার এক ছেলেও আছে। মানে পর কিয়া প্রেম। চিকিৎসক যে মেয়ের প্রেমে পড়ে সে অবশ্য প্রেমে পড়ার বা পর কিয়া করার উস্তাদ। বয়ফ্রেন্ড, পাশা,ইউরি এবং শেষে ইউরির ভাইয়ের সাথেও অল্প স্বল্প প্রেম প্রেম ভাব দেখা যায়।মানে লরা মোট চারজনের প্রেম পড়ে। যাইহোক,মুভিটা খুবই বিখ্যাত। তবে এমন ফালতু সাবজেক্টের মুভি আমার পছন্দ না, মুভিটা ভালো হলেও আমার ভালো লাগেনি।

মুভিটি ৫টি অস্কার জিতিছে।


#Lutfor07


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.