আমার দেখা ২৮ টি ওয়েস্টার্ন মুভি

আমার পছন্দের ৩টি (War, Animation, Western) মুভি ক্যাটাগরির মধ্যে ওয়েস্টার্ন মুভি একটি।এই মুভিগুলো প্রায় ১৫০-২০০ বছর আগের মানুষের জীবন যাপন নিয়ে নির্মিত হয়।যে জীবন যাপন গড়ে উঠতো দূরে বহুদূরে কোন ধূসর উপত্যকায়। সময়টা ছিল তখন ধূসর এবং রুক্ষ।এক লোকালয় থেকে অন্য লোকালয়ে যেতে লাগতো কয়েকদিন। তাদের যাতায়াতের একমাত্র বাহন ছিল তখন ঘোড়া।রাস্তায় প্রতি মুহূর্তে ছিল ডাকাতদের কবলে পরার ভয়।

লোকালয় এবং সেই সাথে হোটেল,পানশালা গুলো গড়ে উঠত সাধারণত গরু পালনকে কেন্দ্র করে । তখন জীবন যাপনের অন্যতম একটি উৎস ছিল গরু লালন পালন করা। একটি দুটি গরু না কিন্তু, শত শত গরু। বিশাল কোন অঞ্চলে গরু ছেড়ে দেওয়া হতো। সেই গরুগুলোকে দেখাশোনা করতো মাথায় টুপি পরা কাউবয় বা রাখাল বালকরা।

এই গরু পালা, গরু ধরা, লুট করা, রক্ষা নিয়ে হতো দলাদলি, খুন-খারাবি।হঠাৎ হঠাৎই বাইরে থেকে গুন্ডা বা ডাকাতরা  এসে গরুর পাল অথবা লোকালয়ে হামলা করত এবং কথায় কথায় পাখির মতো নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতো।এদর মধ্যে থেকেই বেড়িয়ে আসতো মাস্তানের মাস্তান হিরো।নিরাপত্তা রক্ষার জন্য ছিলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

যার নেতৃত্বে থাকতো শেরিফ... কিন্তু সেই নিরাপত্তা বাহিনীর চেয়েও অনেক শক্তিশালী ছিল গুন্ডা বা সন্ত্রাসী বাহিনী।বেশিরভাগ সময়ই শেরিফ এবং তার বাহিনী থাকতো অসহায়, কারণ তারা সংখ্যায় খুব কম... অপরদিকে গুন্ডারা সংখ্যায় ছিল অনেক এবং তারা ছিলো হিংস্র এবং বন্য।এইভাবেই তৈরি হয় এই বিচিত্র কালচার নিয়ে নানা রঙের, নানা কাহিনির ওয়েস্টার্ন মুভি।যার প্রায় সবই নির্মিত হয় আমেরিকায়।

নিচে দিলাম আমার দেখা ২৮ টি ওয়েস্টার্ন মুভির লিস্ট। আমি বলতে পারি এই মুভিগুলোই ওয়েস্টার্ন মুভির মধ্যে সেরা। কারণ আমি বেছে বেছে মুভি দেখি এবং চেষ্টা করি সবচেয়ে ভালো মুভিটি ডাউনলোড দেখার জন্য। প্রায় সবমুভিই টরেন্টে পাওয়া যাবে।

🔻আমার দেখা ২৮ টি ওয়েস্টার্ন মুভির লিস্ট


Unforgiven (1992)
Imdb:8.2

The Good, the Bad and the Ugly (1966)
Imdb:8.9

Tombstone (1993)
Imdb:7.8

3:10 to Yuma (2007)
Imdb:7.7

Once Upon a Time in the West (1968)
Imdb:8.5

High Noon (1952)
Imdb:8

The Searchers (1956)
Imdb:8.0

Django Unchained (2012)
Imdb:8.4

True Grit (2010)
Imdb:7.6

A Fistful of Dollars (1964)
Imdb:8

Open Range (2003)
Imdb:7.5

For a Few Dollars More (1965)
Imdb:8.3

The Assassination of Jesse James by the Coward Robert Ford (2007)
Imdb:7.5

The Hateful Eight (2015)
Imdb:7.8

The Proposition (2005)
Imdb:7.4

Appaloosa (2008)
Imdb:6.8

Silverado (1985)
Imdb:7.2

The Treasure of the Sierra Madre (1948)
Imdb:8.2

Bone Tomahawk (2015)
Imdb:7.1

There Will Be Blood (2007)
Imdb:8.2

The Salvation (2014)
Imdb:6.7

Hostiles (2017)
Imdb:7.2

The Wild Bunch (1969)
Imdb:8

The Sisters Brothers (2018)
Imdb:7.0

The Rider (2017)
Imdb:7.5

Sweet Country (2017)
Imdb:6.9

Buffalo Boys (2018)
Imdb:6.7
Indonesia

The Good the Bad the Weird (2008)
Imdb:7.3
South Korea


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.