The Ten Commandments (1956)

IMDb:7.8
Genres: Adventure | Drama
মুসা আঃ জম্ম থেকে ফেরাউনের মৃত্যু পর্যন্ত সময়কে খৃষ্টান ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে এই মুভিতে দেখানো হয়েছে। এখানে দেখা যায় ফেরাউন রামেসিস ১ আদেশ দেয় হিব্রু সম্প্রদায়ের সব শিশুকে হত্যা করতে। মুসা আঃ কে বাঁচাতে তার মা একটি বাস্কেটে করে নিল নদীতে তাকে ভাসিয়ে দেয়। বাস্কেটটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রসাদের পাশ দিয়ে যাওয়ার সময় সেটা পায় ফেরাউনের মেয়ে। এরপর ফেরাউনের মেয়ে লুকিয়ে মুসা আঃ তার কাছে রেখে বড় করতে থাকে।

সেরা ভিজুয়াল এফেক্ট ক্যাটাগরিতে অস্কারজয়ী এই মুভিটি নির্মাণে খরচ হয় ১৩ মিলিয়ন ইউএস ডলার, আর আয় করে ১২২ মিলিয়ন ইউএস ডলার। তখন পর্যন্ত এই মুভিটি সবচেয়ে ব্যয়বহুল মুভি। একই সাথে এই মুভিটিকে সবচেয়ে আয় করা মুভির একটি বলে ধরা হয়। অনেক পুরনো মুভি হলেও এই ভিজুয়াল ইফেক্ট সত্যিই অনেক ভাল মনে হয়েছে।১৯৯৯ সালে মুভিটিকে ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়।২০০৮ সালে আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের করা সেরা দশটি এপিক মুভির এটি একটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.