Country : Thailand
Genres : Comedy , Romance
Imdb: 7.3
My Rating: 8
Sua এবং Jib দুজনে একই
ব্যাংকের ATM Department এ জব করে। তাদের মধ্যে আবার relationship প্রায় ৫ ব্ছর ধরে। কিন্তু এটা তারা গোপন রাখে কারণ ব্যক্তিগত
সম্পর্ক ব্যাংকে নিষিদ্ধ। যদি এরকম সম্পর্ক ধরা
পড়ে তাহলে দুজনের মধ্যে যেকোনো একজনকে জব
ছাড়তে হবে।
একসময় তারা দুজনেই সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। ব্যাংকের নিয়ম অনুযায়ী বিয়ে করতে হলে
তাদের যেকোন একজনকে জব ছাড়তে হবে। কিন্তু দুজনের কেউই জব ছাড়তে রাজি না।
একদিন ঐ ব্যাংকের এক ATM বোথে technical error এর জন্য কিছু গ্রহক
ডাবল টাকা উঠিয়ে নেয় ( গ্রাহক যে টাকার কমান্ড দেয় ATM তার ডাবল pay করে গ্রাহককে) । এভাবে কিছু গ্রাহক অতিরিক্ত 1,30,000 baht উঠিয়ে নেয়। Jib কে দ্বায়িত্ব দেয়া
হয় গ্রাহকের কাছ থেকে দ্রুত ওই অতিরিক্ত
টাকা ফেরত আনার জন্য।
Sua এবং Jib মধ্যে একটি agreement হয় , যে আগে টাকা ফেরত আনতে পারবে সে জব করবে আর অন্যজন জব জেড়ে দিবে।Comedy মুভি যাদের পছন্দ তারা অবশ্যই দেখবন।আপনাকে হাসতে বাধ্য করবে।
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।