যে মুভি দেখে আমি থাই মুভির প্রেমে পড়েছিলাম।
Country : Thailand
Genres: Comedy
Imdb: 7.1
My Rating : 8
Kaya (জাপানি ) চায় তার থাই বয়ফ্রেন্ড jim এর সাথে ব্রেকআপ করতে কারণ তারা একজন আরেকজনের ভাষা বুঝে না। Kaya ইংরেজি বুঝে কিন্তু jim বুঝেনা । তাই Kaya ব্রেকআপ করতে সাহায্য চায় তার থাই বান্ধবী Ms. Pleng এর । Ms. Pleng একজন ইংরেজি শিক্ষীকা
। সে (Ms. Pleng
) jim কে
ব্রেকআপের কথা বলে। কিন্তু jim, Ms. Pleng কে বলে তাকে (jim ) ইংরেজি শিখাতে যেন সে আবার Kaya কাছে ফেরত যেতে পারে।
Ms. Pleng কে আবার তারই এক ছাত্র ভালবাসে।
Comedy মুভি যাদের পছন্দ তারা দেখতে পারেন। ভালো লাগবে এটার নিশ্চয়তা
দিতে পারি। অনেক মজার একটি মুভিটি।
মুভিটি আমি ৩ বার দেখেছি। বিশেষ করে Ms. Pleng (Preechaya Pongthananikorn) কে এবং তার অভিনয় দেখার জন্য এখনো মাঝে মাঝে মুভিতে শুধু তার অংশটুকু দেখি।
Kissasian ch মুভিটি এখানে আাছে।
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।