Country: Russia
Genres: Drama | War
Imdb: 6.3
My Rating: 7.5
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় রাশিয়ার এক communications officer কে যুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ফাঁসির আদেশ দেয়া হয়।
এরপর তাকে এক গার্ডের অধিনে
বন্দি রাখা হয়
ফাসি কার্যকর হওয়া পর্যন্ত
। কিন্তূ
ফাঁসি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে জার্মান বাহিনী ও স্থানীনে আক্রমন করে।
ফলে গার্ড ঐ বন্দি
হওয়া সৈন্যকে
নিয়ে ঐ স্হান থেকে পালিয়ে
যেতে বাধ্য হয়। গার্ড সিক্দান্ত নেয় ঐ বন্দি হওয়া সৈন্যকে
headquarters নিয়ে যাবে।
যেতে যেতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়।মুভিটি একটি উপন্যসের উপর ভিত্তি তৈারি।ভিন্ন ভাষা, ভিন্ন মানুষ,ভিন্ন কালচারের মুভি দেখতে যাদের ভাললাগে তারা নিশ্চিন্তে মুভিটি দেখতে পারেন ।আমার অবশ্য বরাবরই রাশিয়ান যুদ্ধের মুভি ভাললাগে।
মুভিটি ইংরেজি সাব সহ youtube এ পাওযায় যাবে।
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।