County :Turkey
Genre: Action, Adventure
Imdb: 5.9
My Rating : 8
চরম Action আর টানটান উত্তেজনার একটি মূভি ।আর এবার সাথে
পাবেন আমেরিকান সৈন্যদের মাইর খাওয়ার দৃশ্য। যেটা সাধারণত কখনো দেখা যায় না।
মুভিটি কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যেমন-আমেরিকার ইরাক অভযান,আবু
গারিব কারাগারে বন্দি নিযার্তন এবং তুরস্কের সৈন্য গ্রেপ্তার। তবে মুভিটির মুল
বিষয় ছিল আমেরিকা কতৃক তুরস্কের
সৈন্যদের গ্রেপ্তারের বিষয়।
আমরিকা যখন ইরাকে অভিযান চালায় ঠিক ওই সময় তুরস্কের
কিছু সৈন্য দক্ষিণ ইরাকে অবস্থান করছিল। ০৪ জুলাই ২০০৩ সালে আমেরিকান সেনারা তুরস্কের ওই ঘাঁটিতে গিয়ে
সকল তুর্কি সৈন্যদের এবং সিভিলিয়ানদের গ্রেপ্তার করে এবং পরে তাদের Interrogation
করে।
মুভিতে দেখা যায় এই ঘটনার প্রেক্ষিতে তুরস্ক তাদের
একদল কমান্ডোকে ইরাকে পাঠায় Colonel Sam William
Marshall কে হত্যা করতে।
যে ওই ঘটনার মুল পরিকল্পনা করি।
এটি ওই বছরে তুরস্কের সবচেয়ে আয় করা মুভি
এবং একইসাথে সবচেয়ে ব্যয়বহুল মুভির একটি।
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।