County :Turkey
Genre: Drama, War
Imdb:9.6
My Rating :7.5
একদল তুর্কি এলিট ফোর্সকে সিরিয়া সিমান্তে পাঠানো হয় এক
সাংবাদিককে উদ্ধার করতে।মিশন শেষে ফেরত আসার সময় তারা দেখতে পায় কিছু ISIS ৩ জন কুর্দিকে নির্যাতন করছে।সৈন্যরা তাদের সেভ করে এবং অনেকটা দূরে তাদের গ্রামে তাদের রেখে আসতে যায়।গ্রামে গিয়ে তারা জানতে পারে এখানে আর মোট ৪০ জন মানুষ আছে।যার প্রায় সকলেই মহিলা ও শিশু ।
রাতে তাদেরকে খবর দেয়া হয় ভারি অস্ত্র নিয়ে ISIS এদিকে আসছে এবং সকালের মধ্যে ঐ গ্রামে পৌঁছে যাবে। তারা যেন ভোরে ফেরত আসে ।পরের দিন সকালে তাদের নেয়ার জন্য একটি হেলিকাপ্টার পাঠানো হয় কিন্তু সৈন্যরা না গিয়ে গ্রামের শিশুদেরকে পাঠিয়ে হয়।
American military movie দেখে যদি একঘেয়েমি লাগে তাহলে কিছুটা ভিন্ন স্বাদ পেতে এটা দেখতে পারেন। নিশ্চিত থাকতে পারেন সময়টা ভাল
কাটবে।আর Mucize এর মত এটাতেও তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।