দেশ : কোরিয়া
আমার কাছে মুভি দুই ধরনের: কিছু মুভি আছে দেখলে কিছুদিন পর সেটার কথা আর মনে থাকে না, আবার কিছু মুভি আছে যা দেখলে মনের মধ্যে এমন ভাবে দাগ কেটে থাকে যা কখনো ভুলা যায় না এবং এই মুভিগুলু বারবার দেখতে ইচ্ছে করে। এই দ্বিতীয় ধরনের মুভির একটি হচ্ছ Ditto।
আমি এটা চারবার দেখে ফেলেছি ,হয়তো ভবিৎষতে আরও কয়েকবার দেখতে বাধ্য হব। মুভিটি দেখার পর আপনি বুঝতে পারবেন আপনি এতদিন কি দেখেনি।
প্রেক্ষাপট: Yoon So-eun ভালোবাসে একই বিশ্ববিদ্যালয়ে পড়া (১৯৭৯ সাল ) Dong-hee কে কিন্তু সে বলতে পারেনা তবে একসময় সে বুঝতে পারে তারই সবচেয়ে কাছের বান্ধবীকে ভালোবাসে Dong-hee । এক ঘটনার প্রেক্ষিতে Yoon So-eun একটি রহস্যময়
Amateur radio পায়। সেই radio দিয়ে তার সাথে যোগাযোগ হয় ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত Ji In এর সাথে।
এভাবে কিছুদিন যোগাযোগ করার পর তারা দুজনেই বুঝতে পারে যে তাদের মধ্যে একজন ১৯৯৭৯ সালে এবং অপর জন ২০০০ সালে
অবস্থান করছে।
imdb:7.2
my rating :10
Genres:Drama,Romance,Sci-Fi
আমার কাছে মুভি দুই ধরনের: কিছু মুভি আছে দেখলে কিছুদিন পর সেটার কথা আর মনে থাকে না, আবার কিছু মুভি আছে যা দেখলে মনের মধ্যে এমন ভাবে দাগ কেটে থাকে যা কখনো ভুলা যায় না এবং এই মুভিগুলু বারবার দেখতে ইচ্ছে করে। এই দ্বিতীয় ধরনের মুভির একটি হচ্ছ Ditto।
আমি এটা চারবার দেখে ফেলেছি ,হয়তো ভবিৎষতে আরও কয়েকবার দেখতে বাধ্য হব। মুভিটি দেখার পর আপনি বুঝতে পারবেন আপনি এতদিন কি দেখেনি।
প্রেক্ষাপট: Yoon So-eun ভালোবাসে একই বিশ্ববিদ্যালয়ে পড়া (১৯৭৯ সাল ) Dong-hee কে কিন্তু সে বলতে পারেনা তবে একসময় সে বুঝতে পারে তারই সবচেয়ে কাছের বান্ধবীকে ভালোবাসে Dong-hee । এক ঘটনার প্রেক্ষিতে Yoon So-eun একটি রহস্যময়
Amateur radio পায়। সেই radio দিয়ে তার সাথে যোগাযোগ হয় ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত Ji In এর সাথে।
এভাবে কিছুদিন যোগাযোগ করার পর তারা দুজনেই বুঝতে পারে যে তাদের মধ্যে একজন ১৯৯৭৯ সালে এবং অপর জন ২০০০ সালে
অবস্থান করছে।
imdb:7.2
my rating :10
Genres:Drama,Romance,Sci-Fi
দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।