il mare 2000

Imdb:7.7
Country:South Korea
ইতালিয়ান il mare মানে সাগর। সাগর পাড়ের যে বাড়িটিকে কেন্দ্র করে মুভির গল্প নির্মিত ঐ বাড়িটির নাম il mare.মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছে আমার অসম্ভব প্রিয় কোরিয়ার জনপ্রিয় দুই অভিনেতা,অভিনেত্রী Jung-jae Lee ও Ji-hyun Jun.হলিউডের মুভি The Lake House 2006 এই মুভির রিমেকভারতের মুভি  Minchagi Nee Baralu 2015 এই মুভির গল্প ব্যাবহার করে নির্মিত ।

Plot : ১৯৯৯  সালে boot house "il Mare" ছেড়ে  যাওয়ার সময়  Eun-joo (অভিনেত্রী ) একটি ক্রিসমাস কার্ড ঐ boot house এর letter Box এ রেখে যায়। যেন তার পরবর্তীতে এখানে যে আসবে সে পায় এবং কার্ডের নীচে ঠিকানা দেয় তাকে reply দেয়ার জন্য।

 ১৯৯৭ সালে একই  boot house এ থাকতে এসে চিঠিটি পায় Sung-hyun (অভিনেতা) । Sung-hyun প্রথমে সে বিশ্বাস করতে পারেনা কারণ সে জানতো সেই এই  boot house এর প্রথম বাসিন্দা । আবার সে এটাও চিন্তা করে ১৯৯৯ সালের কার্ড ১৯৯৭ সালে কিভাবে আসে । তাই সে উত্তরে লিখে :

"I thought I should write you.I'm the first occupant of "Il Mare".
And I think your letter came to me by mistake.I know you're waiting for important mail.
So you may want to check the address again".
Sincerely, HAN Sung-hyun Dec. 28, 1997

P.S. How did you know this
place is called Il Mare?

চিঠিটি Eun-joo পায় এবং সে উত্তর দেয়:

"I don't know how my letter got there...but I hope you're not playing some game.
Please don't tamper with my mail".
Sincerely, Kim Eun-joo Dec. 29, 1999

P.S. I hope you're not really from 1997.

এভাবে তাদের মধ্যে রহস্যময় ঐ মেইল বক্সের মাধ্যমে যোগাযোগ হতে থাকে।কিন্তু তাদের মধ্যে ব্যাবধান দুই বছরের।শেষ পর্যন্ত তাদের এই অদ্ভুত ভালবাসার কি পরিণতি হয় ? তারা কি একত্রিত হতে পারে বা তাদের কি দেখা হয় ?

বি.দ্র: মুভিটি ইংরেজী সাব সহ Youtube আছে। এটির বাংলা সাবও subscene. com আছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.