Timeline (2014)

Country:Thailand
Imdb:6.9

Storyline:খুব ছোট বেলায় বাবাকে হারানো এক মাত্র সন্তান Tan কে তার মা অনেক কষ্টে একাই লালন-পালন করে বড় করে। তার মা একজন Strawberry চাষী যেমনটা ছিল তার বাবা ও।

 Tan বড় হবার পর তার মা চায়  Tan তার কাছে থেকে Agriculture নিয়ে পড়াশোনা করুন কিন্তু  Tan চায় ব্যাংকক গিয়ে পড়াশোনা করতে। প্রথমে তার মা রাজী হয়না। তবে এক পর্যায়ে রাজী হতে বাধ্য হয় ।

ব্যাংকক এসে তার সাথে পরিচয় হয় একই ক্লাসে ভর্তি  হওয়া June এর  সাথে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় । June খুবই ভ্রমণ প্রিয় মেয়ে । তার সপ্ন সে বিশ্বের সব দর্শনীয়  স্থানগুলো ভ্রমণ করবে। সে মনে মনে Tan কে ভালবাসে কিন্তু প্রকাশ করতে পারেনা কারণ সে জানতে পারে Tan পছন্দ করে  তারই (June) কাজিনকে ।সে এটি মেনে নিতে পারেনা, তাই সে জাপান চলে যায়। এদিকে ব্যাংকক এসে Tan এর সাথে তার মা'র দুরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে ।

মুভির শেষটা খুবই বেদনাময়। এর প্লট আরও অনেক গভীর যেটা আমি লিখে বুঝাতে পারছি না। মুভিরটির background music ছিল এক কথায় অসাধারণ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.