The last king of Scotland (2006)

Imdb:7.7
Rotten Tomatoes:74%
নামের সাথে স্কটল্যান্ড থাকলেও মুভিটি মুলত ১৯৭১ সালে উগান্ডার সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে।যে অভ্যুত্থানে জেনারেল আমিন উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। স্কটল্যান্ডের সদ্য পাশ করা ডাক্তার নিকোলাস ভ্রমণের উদ্দেশ্যে উগান্ডা পৌঁছানোর সাথে সাথেই সেনা অভ্যুত্থানের কবলে পড়ে যায়।

বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নিকোলাস একসময় প্রেসিডেন্টের ব্যাক্তিগত ডাক্তারের দ্বায়িত্ব পেয়ে যায়.. এবং সেখান থেকে ধীরে ধীরে সে প্রেসিডেন্টের খুব বিশ্বস্ত একজন উপদেষ্টা হয়ে যায়। এরপর সে খুব কাছে থেকে প্রত্যক্ষ করতে থাকে ইতিহাসের অন্যতম এক স্বৈরশাসক এবং তার ঘৃনিত বর্বরোচিত হত্যাকাণ্ডকে।

মুভিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। জেনারেল আমিন ১৯৭১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।আর এই সময়ে ৩ লক্ষ মতান্তরে ৫ থেকে ১০ লক্ষ মানুষকে হত্যা করে। জেনারেল আমিন ২০০৩ সালে সৌদি আরবে নির্বাসন থাকাকালীন অবস্থায় মৃত্যু বরন করেন। আর নিকোলাস সেনা অভ্যুত্থানের মাঝামাঝি সময়ে উগান্ডা থেকে পালিয়ে ফ্রান্সে চলে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.