IMDb:8.1
Genres:Western
আমেরিকান এক সিনেটের ছোট এক শহরে আসে খুব সাধারণ এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নিতে। স্থানীয় পত্রিকার সম্পাদক সিনেটরকে জিগ্গেস করে এই সামান্য ব্যাক্তির শেষকৃত্যে সে কেন এসেছেন? উত্তর দিতে গিয়ে সিনেটর ফ্ল্যাশব্যাকে ফিরে যায় ২৫ বছর আগের এক ঘটনায়,যে ঘটনা এই ব্যাক্তি এবং এই শহর তার জীবন পাল্টে দিয়েছে।
সাদাকালো মুভিগুলো কতটা সুন্দর এবং মনে রাখার মত হতে পারে এই মুভিটি দেখে আরেকবার উপলব্ধি হলো। বলা যায় এই মুভিটি দেখে সাদাকালো মুভি প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। এর প্রতিটি শট, দৃশ্যায়ন এবং অভিনেতা অভিনেত্রী অভিনয় আমার দীর্ঘদিন মনে থাকবে। এর পরিচালনা করেছেন চারবারের অস্কারজয়ী পরিচালক John Ford.মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন খুব বিখ্যাত দুজন অভিনেতা James Stewart, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করার লিস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ অভিনেতাদের মধ্যে তার অবস্থান তৃতীয়, এবং অপরজন বিখ্যাত অভিনেতা John Wayne.
২০০৭ সালে মুভিটিকে ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করা হয়। ৩ মিলিয়ন ডলার বাজেটের এই মুভিটি আয় করেছে ৮ মিলিয়ন ইউএস ডলার।
Genres:Western
আমেরিকান এক সিনেটের ছোট এক শহরে আসে খুব সাধারণ এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নিতে। স্থানীয় পত্রিকার সম্পাদক সিনেটরকে জিগ্গেস করে এই সামান্য ব্যাক্তির শেষকৃত্যে সে কেন এসেছেন? উত্তর দিতে গিয়ে সিনেটর ফ্ল্যাশব্যাকে ফিরে যায় ২৫ বছর আগের এক ঘটনায়,যে ঘটনা এই ব্যাক্তি এবং এই শহর তার জীবন পাল্টে দিয়েছে।
সাদাকালো মুভিগুলো কতটা সুন্দর এবং মনে রাখার মত হতে পারে এই মুভিটি দেখে আরেকবার উপলব্ধি হলো। বলা যায় এই মুভিটি দেখে সাদাকালো মুভি প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। এর প্রতিটি শট, দৃশ্যায়ন এবং অভিনেতা অভিনেত্রী অভিনয় আমার দীর্ঘদিন মনে থাকবে। এর পরিচালনা করেছেন চারবারের অস্কারজয়ী পরিচালক John Ford.মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন খুব বিখ্যাত দুজন অভিনেতা James Stewart, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করার লিস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ অভিনেতাদের মধ্যে তার অবস্থান তৃতীয়, এবং অপরজন বিখ্যাত অভিনেতা John Wayne.

দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।