IMDb:7.9
Genres:Romantic
এক বিখ্যাত বড়লোকের মেয়ে ইলি তার পিতার সাথে ঝগড়া করে পালিয়ে যায়।সে বাসস্ট্যান্ডে নিউইয়র্ক যাওয়ার বাসে উঠে পড়ে। বাসে তার সাথে দেখা হয় সদ্য চাকরি হারানো সাংবাদিক পিটারের। যার চাকরি ফিরে পাওয়া জন্য দরকার একটি এক্সক্লুসিভ স্টোরির। পিটার ইলিকে চিনতে পারে এবং সে মনে মনে মনে ভাবে এই ইলি'ই হতে পারে তার এক্সক্লুসিভ রিপোর্ট।সেও নিউইয়র্ক গামি বাসে উঠে ইলিকে প্রস্তাব দেয়, হয় ইলি পিটারকে তার সাথে নিবে,তা না হলে ইলির অবস্থানের কথা তার পিতাকে সে বলে দিবে। বাধ্য হয়ে ইলি পিটারের প্রস্তাব মেনে নেয়। শুরু হয় পিটার এবং ইলির নিউইয়র্ক যাত্রা। কখনো বাসে, কখনো পায়ে হেঁটে, কখনো বা ছোট গাড়িতে সেই যাত্রা চলতে থাকে।
আমার দেখা অন্যতম সেরা ইংরেজি ভাষার রোমান্টিক মুভি এটি। পিটার এবং ইলির মধ্যে ঝগড়া, তাদের বিভিন্ন ভাবে নিউইয়র্ক যাওয়ার দৃশ্যগুলো মন ছুঁয়ে যায়। পুরাতন হলিউডের রোমান্টিক মুভি গুলো আসলেই ভাল ছিল। তারা যৌনতার থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দিতো। কিন্তু বর্তমান রোমান্টিক মুভি গুলোতে উল্টোটা দেখা যায়, এখন ভালোবাসা মানেই যৌনতা।এই কারণে বর্তমান সময়ের হলিউডের রোমান্টিক মুভি আর দেখা হয়না।
পাঁচটি ক্যাটাগরিতে অস্কারজয়ী এই মুভিটিকে সেরা ক্লাসিক্যাল রোমান্টিক মুভি গুলোর মধ্যে অন্যতম একটি বলে ধরা হয়।

Genres:Romantic
এক বিখ্যাত বড়লোকের মেয়ে ইলি তার পিতার সাথে ঝগড়া করে পালিয়ে যায়।সে বাসস্ট্যান্ডে নিউইয়র্ক যাওয়ার বাসে উঠে পড়ে। বাসে তার সাথে দেখা হয় সদ্য চাকরি হারানো সাংবাদিক পিটারের। যার চাকরি ফিরে পাওয়া জন্য দরকার একটি এক্সক্লুসিভ স্টোরির। পিটার ইলিকে চিনতে পারে এবং সে মনে মনে মনে ভাবে এই ইলি'ই হতে পারে তার এক্সক্লুসিভ রিপোর্ট।সেও নিউইয়র্ক গামি বাসে উঠে ইলিকে প্রস্তাব দেয়, হয় ইলি পিটারকে তার সাথে নিবে,তা না হলে ইলির অবস্থানের কথা তার পিতাকে সে বলে দিবে। বাধ্য হয়ে ইলি পিটারের প্রস্তাব মেনে নেয়। শুরু হয় পিটার এবং ইলির নিউইয়র্ক যাত্রা। কখনো বাসে, কখনো পায়ে হেঁটে, কখনো বা ছোট গাড়িতে সেই যাত্রা চলতে থাকে।
আমার দেখা অন্যতম সেরা ইংরেজি ভাষার রোমান্টিক মুভি এটি। পিটার এবং ইলির মধ্যে ঝগড়া, তাদের বিভিন্ন ভাবে নিউইয়র্ক যাওয়ার দৃশ্যগুলো মন ছুঁয়ে যায়। পুরাতন হলিউডের রোমান্টিক মুভি গুলো আসলেই ভাল ছিল। তারা যৌনতার থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দিতো। কিন্তু বর্তমান রোমান্টিক মুভি গুলোতে উল্টোটা দেখা যায়, এখন ভালোবাসা মানেই যৌনতা।এই কারণে বর্তমান সময়ের হলিউডের রোমান্টিক মুভি আর দেখা হয়না।
পাঁচটি ক্যাটাগরিতে অস্কারজয়ী এই মুভিটিকে সেরা ক্লাসিক্যাল রোমান্টিক মুভি গুলোর মধ্যে অন্যতম একটি বলে ধরা হয়।

দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।