Green Street Hooligans (2005)

Imdb:7.5
এটি একটি British-American মুভি।ইংলিশ ফুটবলের বিভিন্ন দলের সমর্থক গ্যাংদের মধ্যে সংঘর্ষ কে নিয়ে এই মুভির গল্প।ইংলিশরা তাদের ক্লাব ফুটবল নিয়ে কতটা উন্মাদ তা এই মুভি না দেখলে বুঝা যায় না।

Storyline:Matt আমেরিকার হার্ভাড ইউনিভার্সিটির ছাত্র। তবে তার রুমে কোকেন পাওয়ায় তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়া হয়।যদিও কোকেন ছিল তার রুমমেটের। সে ইংল্যান্ড চলে আসে তার বোনের বাসায়। যেখানে তার সাথে পরিচয় হয় তার বোনের হাজবেন্ডের ভাই Pete এর সাথে। Pete হচ্ছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সমর্থকদের গ্যাং (Green Street Elite (GSE) লিডার ।

একদিন সে Pete এর সাথে West Ham United vs Birmingham City এর খেলা দেখতে যায়। খেলা শেষে বাড়ি আসার পথে West Ham United এবং Birmingham গ্যাংদের মধ্যে সংঘর্ষে সেও জড়িয়ে পড়ে`।এভাবে সে আস্তে আস্তে Green Street Elite (GSE)এর সাথে যুক্ত হয়ে যায় এবং চলতে থাকে ফুটবল খেলাকে নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও রক্তারক্তি।ইংলিশ ক্লাব ফুটবলকে নিয়ে তৈরি অসাধারণ একটি ক্রাইম-একশন মুভি।না দেখে থাকলে অবশ্যই দেখে ফেলবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.