A Shaun the sheep: Farmageddon 2019

মধ্যরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর এক পিচ্চি এলিয়েন হাতের কাছে পায় একটি নভোযানের চাবি। পিচ্চি এলিয়েন সেই চাবি নিয়ে নভোযানে উঠে যায় এবং এটাসেটা নাড়াচাড়া করার একপর্যায়ে নভোযান চলতে শুরু করে। চলতে চলতে নভোযানটি অটোমেটিক পৃথিবীতে এসে ল্যান্ড করে। এরপর এলিয়েনটি চলে আসে এক খামারে,যে খামারে আছে এক বোকাসোকা ম্যানেজার, কিছু অদ্ভুত ভেড়া এবং বিস্তীর্ণ জোড়া সোনালী গম ক্ষেত। অদ্ভুত ক্ষমতার অধিকারী এলিয়েনটির সাথে এই খামারের এক ছোট ভেড়ার বন্ধুত্ব হয়ে যায়।তারা দুজনে মিলে সেই নভোযানটি খুঁজতে যায়। এদিকে পৃথিবীর এক সংস্থা টের পেয়ে যায় তাদের মাটিতে কিছু একটা এসেছে, সুতরাং তারাও নভোযান এবং এলিয়েনের পেছনে লাগে যায়।
আপনি যদি খুব গুরুগম্ভীর মানুষ হোন তাহলে এই মুভিটি আপনার জন্য না, কিন্তু আপনি যদি নিজেকে শিশুসুলভ ধরনের মানুষ মনে করেন,খুব ছোট ছোট বিষয়ে আপনি খুশি হন বা খুশি হতে ভালো লাগে তাহলে এই মুভিটি আপনার জন্য।১ ঘন্টা ২৫ মিনিটের এই মুভিতে এলিয়েন এবং ভেড়ার পালের উল্টাপাল্টা কার্যকলাপ দেখে আপনি অনেক অনেক হাসবেন এবং মনের মধ্যে ভালো লাগার আবেশ তৈরি হবে। সাথে দুই একজন বাচ্চা নিয়ে দেখতে বসলে তো আরও ভালো 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.