এটি বর্তমান সময়ের খুবই #ট্রেন্ডিং একটি মুভি।এর কারণ হলো, ২০১১ সালে নির্মিত এই মুভিটির গল্পের সাথে বর্তমান সময়ের #করোনা_ভাইরাসের উৎপত্তি (হংকং), বিস্তার, এবং ভয়াবহতার প্রায় হুবহু মিল পাওয়া যায়। আপনি বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে যে ভয়াবহতা দেখছেন সেটাই আজ থেকে ৯ বছর আগে এই মুভিতে দেখানো হয়েছিল। অনেকের মতে এই মুভির মাধ্যমে নাকি অনেকটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। জানিনা এটা সত্য না মিথ্যা।তবে মুভির গল্পের সাথে বর্তমান বিশ্বের চলমান অস্থিরতার অনেক মিল পাওয়া যায়, এটা সত্য।এই কারণেই ৯ বছর পর মুভিটি এখন ট্রেন্ডিং, IMDb এ প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষের ভোটে এর রেটিং হচ্ছে ৬ দশমিক ৭।আর এই ভোট গুলোর ৮০ শতাংশ পড়েছে গত দুই-তিন মাসে।


দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।