প্রিয়তমা,তোমায় নিয়ে একদিন ঘোড়ার গাড়িতে করে ঘুরব। গাড়িটা না হয় আমিই চালাব, তুমি শুধু পেছনে পা ঝুলিয়ে বসে থেকো.. বাতাসের তীব্রতায় তোমার খোলা চুল এলোমেলো হয়ে কিছু তোমার মুখে আটকে থাকবে,তুমি তা হাত দিয়ে সরাবে। আমি তা দেখার জন্য মাঝে মাঝে পেছনের দিকে তাকাবো। তুমি তখন বলবে,"এই বারবার পেছনে তাকাচ্ছো কেন, সামনের দিকে তাকাও, এক্সিডেন্ট করবে তো'....
14.05.2020

14.05.2020

দয়াকরে কমেন্টে স্পাম মেসেজ দেবেন না।