সেরা ৬টি কোরিয়ান রোমান্টিক ড্রামা মুভি, যা আপনাকে কাঁদাবে |

বর্তমানে সারাবিশ্বে কোরিয়ান মুভি ব্যাপক জনপ্রিয়।তবে এর মধ্যে কোরিয়ান রোমান্টিক মুভির দর্শকপ্রিয়তা সবচেয়ে বেশি। তাদের মুভির ভিন্নধর্মী গল্প, সাবলীল অভিনয়, সুন্দর সিনেমাট্রাগ্আফি,মন ছুঁয়ে যাওয়া বিজিএম এবং কোরিয়ান আবেগ,এই বিষয়গুলো তাদের প্রতিটি রোমান্টিক মুভিতে দেখা যায়।যার মাধ্যমে কোরিয়ান মুভিকে পৃথিবীর অন্যসব ইন্ড্রারজির থেকে খুব সহজেই আলাদা করা যায়। 

কোরিয়ান রোমান্টিক ড্রামা মুভি দেখে আপনি কখন যে কেদে ফেলবেন আপনি নিজেও জানবেন না।আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার সবচেয়ে প্রিয় ছয়টি কোরিয়ান রোমান্টিক ড্রামা মুভির সাথে।যে মুভি আপনাকে অঝোরে কাদাবে।


6.Il Mare 2000

Imdb:7.5

ইতালিয়ান il mare মানে হচ্ছে সাগর । সাগর পাড়ের যে বাড়িটিকে কেন্দ্র করে এই মুভির গল্প নির্মিত ওই বাড়িটির নাম il mare.১৯৯৯  সালে boot house "il Mare" ছেড়ে  যাওয়ার সময় ইউন জু একটি ক্রিসমাস কার্ড ওই বুট হাউজের লেটার বক্সে রেখে যায়, যেন তার পরবর্তীতে এখানে যে আসবে সে এই কার্ড পায়।

১৯৯৭ সালে একই বোট হাউজে এসে সেই কার্ডটি পায়  সাং-হিউন ।সে প্রথমে বিশ্বাস করতে পারেনা, কারণ সে জানে এই বোট হাওজের প্রথম বাসিন্দা সে নিজেই ।আর তাছাড়া সে এটাও ভাবে ১৯৯৯ সালের কার্ড ১৯৯৭ সালে কিভাবে আসবে? এটাতো কোন ভাবেই সম্ভব না। এরপর সে একটি চিঠি লিখে সেটা ওই লেটার বক্সে রেখে দেয়,সেই চিঠি ১৯৯৯ সালে থাকা ইউন জুর কাছে পৌঁছে যায়। 

এভাবে তাদের মধ্যে রহস্যময় ওই লেটার বক্সের মাধ্যমে যোগাযোগ হতে থাকে, একসময় তারা একে অপরকে ভালোবাসে ফেলে, কিন্তু তাদের মধ্যে ব্যাবধান দুই বছর সময়ের।

তারা কী পারবে দুই বছরের সময়ের ব্যবধান ঘুচিয়ে একে অপরের কাছে আসতে? 

জানতে টাইম ট্রাভেল এই রোমান্টিক মুভিটা দেখতে পারেন। কিছুক্ষণের জন্য আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন এটা ভেবে যে,১৯৯৯ সালের চিঠি ১৯৯৭ সালে কিভাবে যায়, আবার ১৯৯৭ সালের চিঠি ১৯৯৯ সালেই বা যায়।মুভি তৈরি জন্য এতো সুন্দর ইউনিক গল্প থাকতে পারে সেটা কোরিয়ান মুভি না দেখলে কখনোই বুঝতে পারতাম না।

                                      Image Source: https://www.imdb.com/title/tt0348568/

সূচীপত্র (toc)


5.Ditto 2000

Imdb:7.1

একটি রহস্যময় রেডিও এর মাধ্যমে দুই জন ছেলে মেয়ের কথা শুরু হয়।তারা দুইজনই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরপর একদিন ওই বিশ্ববিদ্যালয়ে তারা দুইজন দেখা করতে যায়। দুইজন বিশ্ববিদ্যালয়ে গিয়ে অপেক্ষা করে এবং হতাশ হয়ে ফিরে আসে, কারণ দেখা হয় না।

এরপর তারা কথায় কথায় আবিস্কার করে তারা আসলে দুইজন দুই সময়ে অবস্থান করছে, একজন আছে ১৯৭৭ সালে,আর অপরজন আছে ১৯৯৯ সালে। অর্থাৎ তাদের দুজনের মধ্যে ২৩ বছরের ব্যাবধান।

এইটা কিভাবে সম্ভব? 

এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখুন Ditto নামের এই মুভিটা. আমার কাছে মুভি দুই ধরনের: কিছু মুভি আছে  দেখলে কিছুদিন পর সেটার কথা আর মনে থাকে না, আবার কিছু মুভি আছে যা দেখলে মনের মধ্যে এমন ভাবে দাগ কেটে থাকে যা কখনো ভুলা যায় না এবং এই মুভিগুলু বারবার দেখতে ইচ্ছে করে। এই দ্বিতীয় ধরনের মুভির একটি হচ্ছ  Ditto।


4.Christmas in August (1998) 

Imdb:7.6

দক্ষিণ কোরিয়ার এই রোমান্টিক মুভিটি একজন ফটোগ্রাফার এবং একজন ট্রাফিক পুলিশ অফিসারকে নিয়ে।ট্রাফিক পুলিশ অফিসার দা-রিম একদিন জং এর স্টুডিওতে আসে কিছু ছবি প্রিন্ট করতে। এভাবে কাজের প্রয়োজনে আসতে আসতে একসময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং সেখান থেকে ভালোবাসা। তবে তাদের ভালোবাসা অপ্রকাশিতই থেকে যায়।Jung যখন বুঝতে পারে Da-rim তাকে ভালোবাসে, তখন সে তার স্টুডিওতে বন্ধ করে দেয়।কারণ Jung মরণঘাতি রোগে আক্রান্ত,তার আয়ু আছে বড়জোর আর কয়েক মাস।তাই সে চায় না মাত্র অল্প কিছুদিনের জন্য Da-rim কষ্ট পাক,তাই Jung আড়ালেই থেকে যায়।

Da-rim এর কাছে স্টুডিও ঠিকানা ছাড়া Jung কে পাওয়ার জন্য আরো ঠিকানা জানা ছিল না।সে প্রতিদিন স্টুডিও এর সামনে এসে দাড়িয়ে থাকে, কিন্তু জঙ এর দেখা  পায় না।এরপর শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে মুভিটা দেখতে হবে।

মুভিটা খুব সাদামাটা, এবং অল্প বাজেটের। কিন্তু সহজ সরল স্ক্রিন-প্লে, অসাধারণ সংলাপ ও সাবলীল অভিনয়, হৃদয় ছুঁয়ে যাওয়া বিজিএম এই মুভির সবচাইতে ভালো দিক। মুভিটা শেষ হলে আপনি আফসোস করে বলবেন এতো তাড়াতাড়ি ১ঘন্টা ৩৬ মিনিট সময় শেষ হলে কিভাবে?


3.A Moment to Remember (2004)

Imdb:8.2

এই মুভির নায়িকার নাম হচ্ছে সু-জিন, সে একজন ফ্যাশন ডিজাইনার।তার এক কলিগের সাথে তার সম্পর্ক, কিন্তু সেই কলিগ তাকে ভালোবাসার নামে ধোঁকা দেয়। এরপর একদিন ঘটনাক্রমে তার সাথে দেখা হয় 'চুল-সি'নামের এক কাঠমিস্ত্রির।এক সময় এই কাঠ মিস্ত্রীর সাথেই সুজিনের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে, এবং তারা দুইজন বিয়েও করে ফেলে। বিয়ের পর কিছুদিন তাদের সময় বেশ ভালো ভাবেই কেটে যায়, তবে তাদের এই সুখ বেশিদিন স্থায়ী হয় না, একসময় তাদের সুখের জীবনে দুঃখের কালো ছায়া নেমে আসে।

তাদের জীবনে শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে চাইলে দেখে ফেলুন অপূর্ব সুন্দর এই মুভিটি।এটি ছিল আমার দেখা তৃতীয় কোরিয়ান মুভি। আমরা জানি কোরিয়ানরা আবেগ নিয়ে খেলতে ভালোবাসে। এই মুভিটাও তার ব্যাতিক্রম নয়। আপনি যত কঠিন হৃদয়েরই হোন না কেন, এই মুভির শেষের দিকে এসে আপনার চোখে পানি চলে আসবেই।যারা রোমান্টিক মুভি ভালোবাসেন তাদের জন্য এটা মাস্টওয়াচ একটি মুভি ।


2.The Classic (2003)

Imdb: 7.8

The classic হচ্ছে আমার দেখা তৃতীয় কোরিয়ান মুভি।এই মুভিতে দুটি প্রজন্মের ভালোবাসার গল্পকে উপস্থাপন করা হয়েছে।বর্তমানে মেয়ে এবং অতীতে মায়ের ভালোবাসারকে পাশাপাশি দেখানো হয়েছে।  জি-হাই একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে তার মায়ের পুরনো ডায়েরী খুঁজে পায়। যেখান থেকে সে তার মায়ের ভালোবাসার কথা জানতে পারে। আর ফ্ল্যাশব্যাকে তখন তার মায়ের সেই অতীতের ভালোবাসার স্মৃতিগুলো মুভিতে দেখানো শুরু হয়। 

জি-হাই নিজেও একই বিশ্ববিদ্যালয়ের এক ছেলেকে ভালোবাসে কিন্তু সে লজ্জা এবং দ্বিধায় সেটা সেই ছেলেকে বলতে পারে না। কারণ তার কাছের বান্ধবী আবার ওই ছেলেকেই ভালবাসে।তাই সে তার ভালোবাসার কথা গোপন রাখে। তার এবং তার মায়ের ভালোবাসার গল্পের মধ্যে একটি যোগসূত্র আছে, যেটা মুভির একটি টুইস্ট।

মুভির গল্পটা সহজ সরল হলেও দেখার সময় একটু জটিল মনে হলেও হতে পারে। কারণ হচ্ছে মুভিতে অতীত এবং বর্তমানের দৃশ্যগুলো পাশাপাশি দেখানো হয়েছে। তাই কোনটি অতীত ও কোনটি বর্তমান সেটা নিয়ে একটু দ্বিধা তৈরি হতে পারে।

মুভিতে মা এবং মেয়ের দুই চরিত্রেই অভিনয় করেছে জনপ্রিয় অভিনেত্রী সন ইয়ে-জিন এবং বরাবরের মতই তার অভিনয় ছিল অসম্ভব সাবলীল। দুই সময়ে অভিনয় করা দুই অভিনেতার অভিনয়ও খুবই ভাল ছিল।

তবে এই মুভির পরিচালক এর কথা না বললেই নয়। এই লোক একজন জিনিয়াস ।তার কাছ থেকেই এসেছে My Girl and I,Daisy,The classic,my sassy girl,Windstruck এবং Adicted এর মতো অসম্ভব সুন্দর কিছু মুভি।এই মুভিটা এতোটাই ইমোশনাল যে আপনাকে কয়েকবার কাঁদাবে, এছাড়া এই মুভি দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির,কালার টোন, হৃদয় ছুঁয়ে যাওয়া বিজিএম, এবং কয়েকটি গান আপনার মনকে ছুঁয়ে যাবে।এই মুভির দুইটি গান আমি বহুবার শুনেছি।


1.Daisy (2006)

Imdb:7.5

১১০মিনিটের এই মুভিতে ফুটে উঠেছে ত্রিভুজ প্রেমের একটি ক এবং তার সাবলীল উপস্থাপন।মুভির গল্পটি এক পেইন্টার, এক প্রফেশনাল হিটম্যান এবং এক ইন্টারপল অফিসারকে নিয়ে তৈরি।Daisy'' ২০০৬ সালে সাউথ কোরিয়ায় নির্মাণ করা একটি রোমান্টিক মেলোড্রামা সিনেমা।  ১১০মিনিটের এই সিনেমাটিতে পরিচালক ফুটিয়ে তুলেছেন একটি ত্রিভুজ প্রেমের কাহিনী ।

হি-ইয়ং একজন পেইন্টার,সে প্রকৃতির ছবি আঁকাতে পছন্দ করে। একদিন সে ডেইজী ফুলের ছবি আঁকাতে গিয়ে সেখানে থাকা এক সাঁকো পাড় হতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে পার্ক-ই,সে একজন প্রফেশনাল হিটম্যান। সে পরেরদিন সাঁকোর উপরে একটি বড় ব্রিজ নির্মাণ করে দেয়। এবং বিনিময়ে হি-ইয়ং তার জন্য একটি ডেইজী ফুলের ছবি সেই ব্রিজে রেখে দেয়। 

পার্ক সেই ছবিটা পাবার পর থেকে রোজ চারটা মিনিটে হি-ইয়ং এর বাড়ির সামনে ডেইজী ফুল রেখে যায়, তবে চেষ্টা করেও হি ইয়ং জানতে পারে না ফুল রেখে যাওয়া মানুষটি সম্পর্কে।

একসময় হি-ইয়ং মনে মনে সেই ফুল রেখে ব্যাক্তিটির প্রেমে পড়ে যায়। এরপর হঠাৎ একদিন এক ইন্টারপোল অফিসারের সাথে দেখা হয়ে যায় তার। হি-ইয়ং মনে করে এই ইন্টারপোল অফিসার সম্ভবত সেই ব্যাক্তি যে তার বাড়ির সামনে প্রতিদিন ডেইজী রেখে যায়। এরপর তাদের দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়।

সেই ডেইজী ফুল পাঠানো আসল মানুষটার কি হয়?জানতে চাইলে মুভিটা দেখে ফেলুন।

আমার দেখা প্রথম কোরিয়ান মুভি হচ্ছে ডেইজি।এই মুভিটা দেখেছিলাম দুই হাজার ১৩-১৪ সালের দিকে। মজার ব্যাপার হচ্ছে, মুভিটা দেখার সময় আমি ভেবেছিলাম এটা একটা চাইনিজ মুভি, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি এটা আসলে একটি কোরিয়ান। সত্যি কথা বলতে কোরিয়ান মুভিও যে পৃথিবীতে আছে,এটা আমার আগে জানা ছিল না।ডিইজি মুভিটা আমার কাছে কতটা ভালো লেগেছিল,এটা শব্দ দিয়ে বর্ণণা করা সম্ভব না। তবে এটা বলতে এই মুভিটা দেখার পর কোরিয়ান মুভিকে এতোটাই ভালোবেসেছি যে এখন পর্যন্ত আমি ২৫০টিরো বেশি কোরিয়ান মুভি দেখেছি।


YouTube Link:সেরা ৬টি কোরিয়ান রোমান্টিক ড্রামা মুভি, যা আপনাকে কাঁদাবে | 6 Best Korean Romantic Drama Movies |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.