রক্ত হিম করা ৬টি হরর মুভি

 হরর মুভি কম বেশি আমাদের সবারই ভালো লাগে। তবে আমার হরর মুভি দেখার অভিজ্ঞতা একটু অন্য রকম। আমি অনেক হরর মুভি দেখেছি, তবে এর বেশিরভাগই দেখেছি দিনের বেলাতে।রাতে একা একা হরর মুভি দেখতে গেলে মনে হয় কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে, অথবা রুমের মধ্যে আমি ছাড়াও আরো কেউ আছে।এমন ভয় থেকে রাতে আমি হরর মুভি দেখতে পারি না, এজন্যই দিনে দেখি। তবে হরর মুভি দেখে আসল মজা পাওয়া যায় রাতে মুভি দেখলে। 

ভূতের মুভি দেখে যদি ভয় ই না পাওয়ায় যায় তাহলে ভূতের মুভি দেখে লাভটা কি? আবার সব হরর মুভি দেখে তেমন একটা ভয় পাওয়া যায় না, বা সব হরর মুভি এতো ভয়ংকর মনে হয় না। আজকে আমি আপনাদের বলবো আমার দেখা সবচেয়ে ভয়ংকর ৪টি দেশের  ৬ টি নন ইংলিশ হরর মুভির কথা। যে মুভিগুলো আপনার হরর মুভি দেখার অভিজ্ঞতা পাল্টে দিবে।এই মুভিগুলো আপনাকে প্রচন্ড ভয় পাইয়ে দিবে,এই নিশ্চয়তা আমি দিচ্ছি। রাতে একা একা এই মুভিগুলো দেখতে বসলে ভয়ে আপনি চোখ বন্ধ করে রাখবেন।


সূচীপত্র (toc)


6.Munafik 2 (2018)

Country - Malaysia

IMDB - 7.8

🔴সখিনা একজন ধার্মিক মুসলিম নারী, থাকে মালয়েশিয়ার এক বিচ্ছিন্ন গ্রামাঞ্চলে।তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, সখিনার ধারণা তার বাবার অসুস্থতার পিছনে কোন কালো জাদু আছে এবং এই কালো জাদুর পিছনে রয়েছে আবু জারের হাত। যেহেতু সখিনা আবু জারের কথা মত কাজ করেনি, তাই তাদেরকে কষ্ট দেয়ার জন্য আবু জার তাদের উপর কালো জাদু ব্যবহার করছে।

আবু জার হচ্ছে এক কালো জাদুকর, যে ইসলামের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।সে এই কাজে করে খারাপ জ্বিনদের ব্যবহার করে।


                                              Image Source: Screenshot from Movie

সখিনা আবু জারের কালো জাদুর হাত থেকে রক্ষার জন্য আদমের সাহায্য চায়।আদম একজন খুবই ধার্মিক মানুষ,সে এলাকার বিভিন্ন মানুষকে খারাপ জ্বিনদের হাত থেকে রক্ষার জন্য বিভিন্নভাবে সাহায্য করে থাকে।

একসময় সখিনাকে দুষ্টু আত্মা এবং কালো জাদুর হাত থেকে রক্ষার জন্য আদম তার উদ্ধার অভিযান শুরু করে।কিন্তু সে এটা যত সহজ মনে করেছিল বিষয়টা এত সহজ না বরং কঠিন এবং অত্যন্ত বিপদজনক।

🔴মুভির গল্পটি আমার কাছে খুব শক্তিশালী বলে মনে হয়নি। এটাকে মনে হয় আরো সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা যেত।কিছু কিছু জায়গায় খারাপের চেয়ে ভালোকে ভালো দেখাতে গিয়ে অযৌক্তিকভাবে একটু বেশি দেখিয়ে ফেলেছে বলে আমার মনে হয়। দেখে হাস্যকর মনে হতে পারে।

তবে পরিচালকের দুর্দান্ত পরিচালন দক্ষতায় মুভির এই রকম দু-একটি কমতি খুব একটা চোখে পড়বে না। হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত  ভৌতিক দৃশ্যের উপস্থিতি দেখে আপনি নিশ্চিত চমকে যাবেন।ভৌতিক চরিত্রগুলোকে একদম বাস্তবিক ভূতের মত রূপ দিয়েছে এর অসাধারণ মেকআপ, এটা অবশ্যই বলতে হবে।

মুভির আরেকটি ভালো লাগার দিক হচ্ছে এর কালার গ্রেডিং... সাধারণত। এশিয়ার অনেক হরর মুভি দেখেছি যেগুলো গল্প, মেকিং ভালো হলেও কালারিং ভালো নয়। কিন্তু এই মুভিটির কালারিং দেখে আমি নিজেও অবাক। একদম পারফেক্ট।

মুনাফিক ২ আগাগোড়া পুরোটাই একটি মালয়েশিয়ান ইসলামিক হরর মুভি। মুভিতে প্রায় নিয়মিতই কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি এবং তা নিয়ে আলোচনা করা হয়েছে। মুভিতে দেখানো হয়েছে মানুষ কিভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে...আবার কুরআনের পন্থা অবলম্বন করে কিভাবে সেই বিভ্রান্ত থেকে বের হওয়া যায়।


5.Pee Mak 2013

Country- Thailand

Imdb:7.4

মাক তার পেগনেন্ট ওয়াইফ ন্যাককে রেখে যুদ্ধে যায়। যুদ্ধ শেষে সে তার চার বন্ধুকে নিয়ে সে গ্রামে ফিরে আসে। তারা গ্রামে এসে দেখে পুরা গ্রাম নিস্তব্ধ।তার ওয়াইফের কথা বললে সবাই ভয় পেয়ে যায়। গ্রামবাসীর মতে, Mak এর স্ত্রী Nak সন্তান জন্ম দিতে গিয়ে বাচ্চাসহ অনেক আগেই মারা গিয়েছে।এখন যে আছে, সে Nak এর ভূত। কিন্তু ম্যাকের স্ত্রী তার সন্তান সহ তাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে কথা বলছে। তাহলে সে মৃত হয় কিভাবে? মৃত মানুষ কিভাবে তাদের সবার সামনে ঘুরে বেড়ায়?

মুভিটা হরর কমেডি ধাঁচের মুভি।তাই মুভিটা দেখার সময় যেমন ভয় পাবেন, ঠিক তেমনি হাসিও পাবে অনেক। ৫ বন্ধুর অভিনয়, তাদের ডায়লগ এবং কমেডি দৃশ্য গুলো ছিল খুবই সুন্দর। মুভির সিনেমাটোগ্রাফি,কালার টোন ছিল চমৎকার। বিজিএম খুব ভালো লেগেছে।সব মিলিয়ে পি ম্যাক অসম্ভব সুন্দর একটি হরর মুভি।


4.Dabbe :Cin Carmpasi 2013

Country- Turkey

Imdb:7.2

কুবরা যাকে পছন্দ করে তার সাথেই তার বিয়ে ঠিক হয়। হটাৎ করেই সে অসুস্থ হয়ে যায়, এবং এর ফলে বিয়ে ভেঙে যায় ! সবার ধারণা কুবরার উপর একটা জিন ভর করেছে।

কুবরার বন্ধু ইব্রু যে পেশায় একজন মানো চিকিৎসক, সে তার বান্ধবী কুবরাকে সুস্থ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতে থাকে।

যদিও সে ভূতে বিশ্বাস করে না কিন্তু তাঁর বান্ধবীকে সুস্থ করার জন্য সে ফারুক নামে এক ওঝার সাহায্য নেয়। এরপর শুরু হয় কুবরাকে সুস্থ করার অভিযান, শেষ পর্যন্ত কুবরা কি সুস্থ হয় ?

তুর্কি হরর মুভির কথা বলতে গেলে শুরুতেই আসবে Dabbe মুভি সিরিজের নাম ! ব্ল্যাক ম্যাজিক নিয়ে নির্মিত এই মুভি সিরিজে এখন পর্যন্ত সাতটি মুভি রিলিজ হয়েছে। এরমধ্যে Dabbe 4 কে সবথেকে ভয়ংকর মুভি বলা হয়ে থাকে। মুভিতে এমন অনেক লোমহর্ষক বিষয় রয়েছে যার কারণে মুভিটিকে অনেক বেশী ভয়ংকর করে তুলেছে।


3.The Eye 2002

Country- Hong Kong

Imdb: 6.7

মুন দুই বছর বয়স থেকে অন্ধ। বড় হবার পর বর্তমানে তার পেশা একজন বেহালা বাদক।সে হংকংয়ের অন্ধদের একটি দলে বেহালা বাজায়। ডোনার পাবার পর তার কর্নিয়া প্রতিস্থাপন করা হয়, এবং এরপর সে দেখতে শুরু করে।

তবে তখন থেকেই সে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে।তার দৃষ্টিশক্তি ফিরে আসার পর থেকেই সে অশরিরী ছায়া এবং মৃত মানুষদের দেখতে শুরু করে। এই ছায়া সে যেখানে দেখতে পায় সেখানে কেউ না কেউ মারা যায়।বিষয়টি যখন তার সহ্যের বাইরে চলে যায় তখন সে ডাক্তার ওয়াকে সব খুলে বলে।এরপর সে ডাক্তারকে নিয়ে খুঁজতে থাকে সেই ডোনারকে যে তাকে কর্নিয়া দিয়েছিল।

কে এই কর্নিয়া ডোনার? সেও কি তাই দেখতো যা এখন মুন দেখে? তার সাথে কি হয়েছিল? জানার জন্য মুভিটি দেখতে পারেন।

খুবই ভয়ের একটি মুভি।হরর মুভি দেখে যদি ভয় পেতে চান তাহলে এটি আপনি নিশ্চিন্তে দেখতে পারেন। ভয় পাবেন গ্যারান্টি দিয়ে বলা যায়। মুভিটির আরো দুটি সিক্যুয়াল বের হয়েছে The Eye 2 এবং The Eye 10 নামে। এটি মুভিটা তিনটি ভাষায় রিমেক করা হয়েছে ইংরেজিতে The Eye 2008, হিন্দিতে Naina 2005, এবং তামিল Adhu 2005 নামে।


2.Satan's Slaves (2017)

Country- Indonesia

Imdb:6.6

মুভির গল্পটি এক মাকে নিয়ে। যে তিনবছর অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তার স্বামী এবং চার সন্তান রেখে মারা যান। কিন্তু তার মৃত্যুর পরের দিন থেকেই ওই বাড়িতে শুরু হয় সব লোমহর্ষক ঘটনা। তাদের মা ঐ বাড়িতে প্রতিরাতে ফিরে আসে তার এক সন্তানকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। শুনেই কেমন ভয় ভয় লাগছে,তাই? মুভিটা দেখার সময় সত্য সত্যি অনেক ভয় পাবেন,তবে রাতে একা দেখলে ভয়টা আরো বেশি করে ফিল করবেন।

হরর মুভি প্রেমী হয়ে থাকলে এই মুভিটা আপনার জন্য দেখা মাস্ট। ভয় পাইয়ে দেয়ার মতো যথেষ্ট উপাদান আছে মুভিতে। আমিতো ভয়ের কারণে কিছু দৃশ্য skip করে দেখেছি। এতটাই ভয় পেয়েছিলাম।

মুভিটি ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে আয় করা মুভি গুলোর মধ্যে পঞ্চম এবং একই সাথে ২০১৭ সালের সবচেয়ে আয় করা মুভি।এটি মোট ৪২ টি দেশে রিলিজ দেয়া হয়।এটি একটি রিমেক মুভি যা ইন্দোনেশিয়ার ১৯৮০ সালের একই নামের মুভি থেকে নির্মান করা হয়েছে।


1.Shutter (2008)

Country:Thailand

Imdb:7.1

ফটোগ্রাফার Tun তার বান্ধবীকে নিয়ে রাতে পার্টি শেষে বাসায় ফেরার পথে রাস্তায় এক মেয়েকে এক্সিডেন্ট করে। মেয়েটা বেঁচে আছে নাকি মরা গেছে সেটা না দেখেই তাকে রাস্তায় ফেলে রেখে তাঁরা চলে আসে। এরপর থেকেই শুরু হয় যত বিপত্তি।এরপর থেকে সে অদ্ভুত এবং ভয়ংকর সব অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে।

সে যখন কোন ছবি তুলে তার তুলা সেই ছবিতে সাদা আলো এবং খুবই আবছা এক মেয়েকে দেখা যায়। এরপর তার কাঁধে প্রচন্ড ব্যাথা শুরু করে।ওই এক্সিডেন্ট সময় তার সাথে থাকা বান্ধবীও একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারে আসলে ওই দিন রাতে ওই রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাহলে তারা যে দুর্ঘটনাটি ঘটালো সেটা কি ছিল!!

জানতে হলে মুভিটি দেখে ফেলুন।হরর মুভি দেখে ভয় পাওয়া না পাওয়া নিজের ব্যক্তিগত সাহসের উপর নির্ভর করে। তবে এই মুভিতে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে। ১ ঘন্টা ৩৭ মিনিটের এই মুভিটি দেখার সময় আপনি একবারের বোর ফিল করবেন না।

Shutter মুভিটি থাইল্যান্ডের সবচেয়ে আয় করা হরর মুভিগুলোর মধ্যে একটি, যা থাইল্যান্ডকে বহির্বিশ্বে পরিচিতি এনে দিয়েছে। মুভিটি ইংরেজিতে Shutter (2008),তামিলে Sivi (2007), হিন্দিতে Click (2010) নামে রিমেক করা হয়েছে।আমার দেখা থাই হরর মুভিগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের একটি হচ্ছে Shutter.


YouTube Link:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.