ইসলামী আবহে নির্মিত সেরা ৫টি ইন্দোনেশিয়ান রোমান্টিক মুভি

আমার দেখা প্রথম ইন্দোনেশিয়ান রোমান্টিক মুভি ছিল আসসালামুয়ালাইকুম বেইজিং, মুভিটি দেখেছিলাম দুই তিন বছর আগে।এই মুভিটা দেখার পর ইন্দোনেশিয়ান মুভি সম্পর্কে আমার ধারণাই পাল্টে গেছে।এই মুভির গল্প, মেকিং , চিত্রনাট্য, দৃশ্যায়ন, অভিনয়, মিউজিক সবকিছু ছিল খুবই ভালো। এই মুভিতে আরেকটি ভালো লাগার বিষয় ছিল সেটা ‌‌ হচ্ছে ইসলামিক সকৃতি ও মূল্যবোধকে এই মুভিতে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এরপর আরো অনেক গুলো ইন্দোনেশিয়ান রোমান্টিক মুভি দেখছি, সেই মুভি গুলোতেও কম বেশি ইসলামী রীতিনীতি ও মূল্যবোধ খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। আজকে বলবো আমার দেখা খুব পছন্দের পাঁচটি ইন্দোনেশিয়ান রোমান্টিক মুভির কথা, ইসলামী ভাবধারার খুব ভালো ও পরিছন্ন মুভি দেখতে চাইলে এই মুভিগুলো দেখতে পারেন।

                                                 Image Source: Screenshot from Movie

সূচীপত্র (toc)


1.Assalamualaikum Beijing (2014)

বিয়ের ঠিক আগের দিন আসমা জানতে পারে তার হবু বরের সাথে তারই সহকর্মী আনিতার সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কের ফলে আনিতা এখন  প্রেগন্যান্ট।

যদিও আসমার হবু বর তার কাছে এসে অনেক অনুরোধ করে বিয়েতে রাজি হওয়া জন্য।কিন্তু আসমা বিয়েতে রাজি হয় না।সে চাকরি নিয়ে বেইজিং চলে যায়, এবং সেখানে গিয়ে সে তার বান্ধবীর বাসায় উঠে। 

বেইজিং শহর ঘুরতে গিয়ে  এক ঘটনার প্রেক্ষিতে তার সাথে বাসে দেখা হয় এক চাইনিজ ছেলের সাথে।সে পেশায় একজন টু্্যর গাইড, ছেলেটা  ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু কোন ধর্মে বিশ্বাস করে না । পক্ষান্তরে আসমা খুবই ধর্মভীরু মানুষ।

কোন একটি সমস্যার করণে আসমার নির্ধারিত ট্যুর গাইড না আসতে পারায় তার পরিবর্তে গাইড‌ হিসেবে এই ছেলেটা আসে। আসমাকে  চীনের 

বিভিন্ন জায়গা দেখাতে নিয়ে যায় । এক সাথে ঘুরতে ঘুরতে  ছেলেটা আসমার প্রেমে পড়ে যায়,তবে তাদের দুজনের মধ্যে একটা বড় বাধা হচ্ছে দুজনের ধর্মীয় পরিচয়। তবে ছেলেটা আসমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতেও রাজি হয়, কিন্তু তখন আবার তাদের মাঝে অন্য আরেকটি বড় বাধা চলে আসে।

সে পর্যন্ত তাদের ভাগ্যে কি হয় সেটা জানতে চাইলে মুভিটা দেখে ফেলুঊ।

রোমান্টিক মুভি পছন্দ করলে এটি অবশ্যই দেখতে পারেন। তবে এটা অন্যান্য  রোমান্টিক মুভির থেকে অনেকটাই  ভিন্ন, কারণ মুভিতে আসমা একজন হিজাবী ধার্মিক মুসলিম এবং প্রায় সম্পূর্ণ মুভিতেই ইসলামে ধর্মের ভাল কথা এবং ইসলাম ধর্মকে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। যা সাধারণত দেখতে পাওয়া যায় না।

তবে  ইন্দোনেশিয়ার রোমান্টিক ড্রামা মুভিতে অবশ্য ইসলাম ধর্মের উপস্থাপন প্রায় নিয়মিতই দেখা যায়।মুভির দৃশ্যায়ন গুলো ছিল অনেক সুন্দর, বিশেষ করে চীনের অংশটুকু।


2.Surga Yang Tak Dirindukan (2015)

গল্পের অভিনেতা পার্স পেশায় একজন ইঞ্জিনিয়ার । তার স্ত্রী Arini এবং একমাত্র কন্যা Nadia কে নিয়ে তাদের সংসার খুব সুখেই কেটে যাচ্ছিল, কিন্তু একদিন দুর্ঘটনায় আক্রান্ত হয়ে Rose নামের এক খ্রিস্টান মেয়েকে বাঁচাতে গিয়ে সে ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়। তবে এই বিয়ের কথা সে তার প্রথম স্ত্রীকে কোনোভাবেই বলার সাহস পায় না । সে সবসময় চেষ্টা করতে থাকে তার প্রথম স্ত্রীর কাছ থেকে তার দ্বিতীয় বিয়ের কথা গোপন রাখতে।এভাবে সে তার দুই স্ত্রীকেই সময় দেয়ার চেষ্ট করে কিন্তু কাউকেই সে তাদের মনের মত সময় দিতে পারে না।যার ফলস্বরূপ শুরু হয় পরিবারে অশান্তি।

মুভিটি ইন্দোনেশিয়ার বিখ্যাত লেখক Asma Nadia  উপন্যাস থেকে নির্মীত। মুভিটি ইসলামী আবহে নির্মিত সম্পূর্ণরূপে একটি পরিছন্ন পারিবারিক মুভি।যেখানে দেখানো হয়েছে গোপনে দ্বিতীয় বিয়ে করা এবং তার প্রেক্ষিতে তৈরি হওয়া পরিবারে অশান্তিকে।


3.The Sinking of Van Der Wijck (2013)

 মুভিটি ১৯৩০ সালের প্রেক্ষাপটে নির্মিত। পিতার মৃত্যুর পর জয়নুদ্দিন তার বাবার গ্রামের বাড়িতে যায় তার বাবার গ্রাম সম্পর্কে ভালো করে জানার জন্য। সেখানে গিয়ে তার সাথে দেখা হয় হাইয়াতি নামে ঐ গ্রামের এক মেয়ের । সে প্রথম দেখাতেই হাইয়াতির প্রেমে পড়ে।

হাইয়াতি একজন এতিম মেয়ে । সে তার ছোট ভাইয়ের সাথে তার চাচার কাছে থাকে। তার চাচা আবার ঐ গ্রামের, গ্রাম প্রধান। ধীরে ধীরে চিঠি আদান-প্রদানের মাধ্যমে হাইয়াতি এবং জয়নুদ্দিন এর মধ্যে ভালোবাসা তৈরি হয়।

কিন্তু একসময় হাইয়াতির চাচা তাদের সম্পর্কের কথা জেনে যায় এবং জয়নুদ্দিন কে বাধ্য করে গ্রাম ছেড়ে চলে যেতে। জয়নুদ্দিন অন্য জায়গায় চলে যাওয়ার । তবে যাওয়ার আগে তারা উভয়ই প্রতিজ্ঞা করে তারা একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে।

শেষ পর্যন্ত কি তারা তাদের প্রতিঙা রাখতে পারে?

আমার মন্তব্য : মুভিটি Runtime 2h 44 minutes যেটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে। মাঝে এসে ভাল-লাগেনি।তবে গল্পটি, মেকিং বিজিএম, সিনেমাগ্রাফি খুবই ভালো ছিল। মুভিটি একই নামের এক উপন্যাস থেকে নির্মিত। রোমান্টিক মুভি পছন্দ করলে আপনার জন্য এটা দেখা মাস্ট।



4.Verses of Love (2008)

মুভির গল্পটি মূলত ফাহরি বিন আব্দুল্লাহ নামের এক ইন্দোনেশিয়ান যুবককে নিয়ে। সে পড়ালেখা করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে।

ফাহরি একজন অত্যন্ত  সাদাসিধে ছেলে। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,মেয়েদের  শ্রদ্ধার করে,বিপদে মানুষের পাশে দাড়ায়,অন্যায়ের বিরুদ্ধে লড়ে। মোট কথা একজন প্রকৃত ঈমানদারের সব গুণাবলিই তার মধ্যে রয়েছে। এই সব গুণের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেক পছন্দ করে, কিন্তু ফাহরি বিয়ের আগে প্রেম পছন্দ করে না।

ফাহরির চার বন্ধু যে ফ্লাটে থাকে তার পাশের ফ্লাটেই থাকে মারিয়া ও তার মা।মারিয়া একজন খৃষ্টান মেয়ে। মারিয়া ভালো কম্পিউটার ও ইংরেজি  জানে তাই সে ফাহরিকে এই বিষয়ে মাঝে মাঝে সাহায্য করে।তবে সে ফাহরিকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করে না। ফাহরি অবশ্য মারিয়াকে একজন বন্ধুই‌ হিসেবে দেখে।

হঠাৎ করেই একদিন ফাহরির সাথে মিশরীয় এক মেয়ে আয়েশার বিয়ে হয়ে যায় । বিয়ের কিছুদিন পরেই এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ফাহরিকে গ্রেপ্তার করা হয়.........

এটি মুলত একটি ইসলামিক মুভি।মুভিটি ইন্দোনেশিয়ার সবচেয়ে আয় করা মুভিগুলোর একটি। এটি মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও মুক্তি দেয়া হয়। মুভিটি ইন্দোনেশিয়ান উপন্যাস Ayat-Ayat Cinta থেকে নির্মিত। ইসলামিক ধারার মুভি পছন্দ করলে এটি আবশ্যই আপনার ভাল লাগবে।



5.Haji Backpacker (2014)

Storyline :মুভির গল্পটি মাদা নামের এক যুবককে কেন্দ্র করে নির্মিত। তার মায়ের মৃত্যু এবং আরও পরে  তার ভালবাসার মানুষ বিয়ের দিন তাকে রেখে চলে যাওয়া এই বিষয় গুলো সে মেনে নিতে পারেনা। সে এগুলোর জন্য আল্লাহকে দায়ী করে।আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়।সে তার পরিবার,বন্ধু -বান্ধব সব কিছু রেখে চলে যায় থাইল্যান্ড।

সেখানে গিয়ে সে মদ,জুয়া নিয়ে পড়ে থাকে কিন্তু মনে থেকে শান্তি পায় না। এক ঘটনার প্রেক্ষিতে সে থাইল্যান্ডের এক সন্ত্রাসী গ্রুপের নেতাকে হত্যা করে। ফলে ওই সন্ত্রাসী গ্রুপ মাদাকে মারার জন্য খুঁজতে থাকে।মাতা পালিয়ে ভিয়েতনাম চলে যায়।

এভাবে সে আরো কিছু দেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সৌদি আরবের মুক্কাতে চলে আসে, এখানে আসার পর জীবন সম্পর্কে তার ধারণা পাল্টে যায়।

এটিও একটি ইসলামিক মুভি। আমারা আমাদের জিবনে  এমন অনেক খারাপ পরিস্থিতির বা ঘটনার সম্মুখীন হই যা আমাদের মানতে অনেক কষ্ট হয় এবং এর জন্য আমরা আল্লাহকে অনেক সময় দায়ী করি, অথবা আল্লাহর এই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারিনা, মুভিটি এরকম একটি বিষয় নিয়েই নির্মিত।

মুভিটি Haji Backpacker নামের এক উপন্যাস থেকে নির্মিত। এটি মোট নয়টি দেশে shooting করা হয়-China, Saudi Arabia, Thailand, India, and Iran, Vietnam, Tibet,Nepal and Indonasia


Youtube Link:ইসলামী আবহে নির্মিত সেরা ৫টি ইন্দোনেশিয়ান রোমান্টিক মুভি । 5 Best Indonesian Romantic Movies.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.